Site icon suprovatsatkhira.com

আশাশুনি বিনম্র শ্রদ্ধায় মহান বিজয় দিবস উদযাপন

আশাশুনি প্রতিনিধি : বিনম্র শ্রদ্ধায় জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ ও মহান মুক্তিযুদ্ধের চেতনায় উন্নয়নের অগ্রযাত্রায় দেশকে আরও এগিয়ে নেওয়ার দৃপ্ত অঙ্গিকারে আশাশুনিতে মহান বিজয় দিবস পালিত হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) প্রত্যুষে আশাশুনি থানা চত্বরে থানা অফিসার ইনচার্জ আবদুস সালামের নেতৃত্বে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের শুভ সূচনা করা হয়। সূর্যোদয়ের সাথে সাথে সকল অফিস, প্রতিষ্ঠান, দোকান-পাট সরকারি-বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ৮টায় স্মৃতিসৌধে উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিম, ভাইস চেয়ারম্যান অসীম বরন চক্রবর্তী ও মোসলেমা খাতুন মিলির নেতৃত্বে উপজেলা পরিষদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজার নেতৃত্বে উপজেলা প্রশাসন, থানা অফিসার ইনচার্জ আবদুস সালামের নেতৃত্বে থানা পুলিশ, সাবেক কমান্ডার আব্দুল হান্নানের নেতৃত্বে মুক্তিযোদ্ধা সংসদ, স.ম সেলিম রেজা সেলিমের নেতৃত্বে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, আওয়ামী লীগের সভাপতি এবিএম মোস্তাকিম ও সাধারণ সম্পাদক শম্ভুজিৎ মন্ডল নেতৃত্বে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠন, রুহুল আমিন, ইয়াহিয়া ইকবাল ও আবুল বাশারের নেতৃত্বে জাতীয় পার্টি, অধ্যক্ষ ড. মিজানুর রহমানের নেতৃত্বে আশাশুনি সরকারি কলেজ, প্রধান শিক্ষক আশরাফুন্নাহার নার্গিসের নেতৃত্বে আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়, অধ্যক্ষ সাইদুল ইসলামের নেতৃত্বে আশাশুনি মহিলা কলেজ, সভাপতি জি এম আল ফারুক ও সেক্রেটারি সমীর রায়ের নেতৃত্বে আশাশুনি প্রেসক্লাব, সদর ইউপি চেয়ারম্যান স,ম সেলিম রেজা মিলনের নেতৃত্বে ইউনিয়ন পরিষদ, সদস্য মহিতুর রহমানের নেতৃত্বে জেলা পরিষদ, সেক্রেটারি রণজিৎ বৈদ্যর নেতৃত্বে উপজেলা পূজা উদযাপন পরিষদ পুষ্পস্তাবক অর্পণ করে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version