Site icon suprovatsatkhira.com

আশাশুনি পল্লী বিদ্যুতের উঠান বৈঠক : ‘যেকোনো প্রয়োজনে দালাল না ধরে অফিসে আসুন’

সমীর রায়, আশাশুনি প্রতিনিধি : দুর্নীতি, হয়রানি, অনিয়ম, বিদ্যুৎ চুরি প্রতিরোধসহ ‘আমার গ্রাম আমার শহর’ রুপকল্প বাস্তবায়নের লক্ষে গ্রাহক সেবায় পল্লী বিদ্যুতের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ ডিসেম্বর) আশাশুনি পল্লী বিদ্যুৎ অফিস চত্বরে সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতি এ বৈঠকের আয়োজন করে। আশাশুনি পল্লী বিদ্যুতের ডিজিএম নৃপেন্দ্র নাথ বিশ্বাসের সভাপতিত্বে বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজা। ‘শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ’ এ ¯েøাগানকে সামনে রেখে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আশাশুনি থানা অফিসার ইনচার্জ আব্দুস সালাম, জেলা পরিষদ সদস্য মহিতুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, সাতক্ষীরা জেলা ইউনিটের জিএম সন্তোষ কুমার সাহা, নির্বাহী প্রকৌশলী পরেশ চন্দ্র মন্ডল, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, আশাশুনি প্রেসক্লাবের সভাপতি জিএম আল ফারুক, আশাশুনি আলিয়া মাদ্রাসা সুপার আবু হাসান প্রমুখ। সাতক্ষীরা জেলা ইউনিটের জিএম বলেন- মাত্র সাড়ে ৪শ টাকায় বিদ্যুৎ সংযোগ পেয়ে যাবেন। এর একটি টাকাও বেশি দেবেন না। বাড়ির ওয়ারিং যেকোনো টেকনিশিয়ান করতে পারেন। অফিসের লোক ওয়ারিং না করলে বিদ্যুৎ হবে না এরকম কোন নিয়ম নেই। আপনাদের এলাকায় পল্লী বিদ্যুতের কোন পরিচালক নেই তাই বিদ্যুৎ সংযোগ নিতে কারও কাছে লেনদেন করার প্রয়োজন নেই। অফিসের লোক যদি অবৈধ টাকা দাবি করে তবে আমাদের জানালে তড়িৎ ব্যবস্থা নেব। যেকোনো পরামর্শ নিতে দালাল না ধরে সরাসরি অফিসে আসুন। আগামী মার্চ/এপ্রিলের মধ্যে উপজেলা শত ভাগ বিদ্যুতের আওতায় যাতে আনতে পারি সে লক্ষে কাজ করে যাচ্ছি।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version