Site icon suprovatsatkhira.com

আশাশুনি ও গোয়ালডাঙ্গায় কবিগান অনুষ্ঠিত

আশাশুনি/বড়দল প্রতিনিধি : শ্রীশ্রী কালী পূজা উপলক্ষে আশাশুনি সদর ও গোয়ালডাঙ্গায় দিন ব্যাপী পবিত্র লোকগাঁথা গ্রাম বাংলার ঐতিহ্য কবিগান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ ডিসেম্বর) সকাল থেকে আশাশুনি সদরের গাছতলা সার্বজনীন কালী মন্দির চত্বর ও গোয়ালডাঙ্গা সার্বজনীন কালি মন্দির চত্বরে পৃথকভাবে কবিগানের আয়োজন করে মন্দির কমিটি। সদরের পূজা কমিটির সভাপতি অনাথ বন্ধু চক্রবর্তীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিভূতি কুমার রায়ের সার্বিক ব্যবস্থাপনায় কবিগান পরিবেশন করেন খুলনার কবিয়াল বিষ্ণুপদ সরকার ও তালা, মাগুরার কবিয়াল সমীরণ সরকার। অনুষ্ঠানে উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী সস্ত্রীক উপস্থিত হয়ে মন্দির কমিটির হাতে একটি মাইক সেট উপহার দেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক রণজিৎ কুমার বৈদ্য, সদস্য বরুণ চন্দ্র মÐল, কৃষ্ণপদ মÐল, পঞ্চানন বিশ্বাস প্রমুখ। অপরদিকে, গোয়ালডাঙ্গা কালি মন্দির চত্বরে পূজা উদযাপন কমিটির সভাপতি রাম প্রসাদ সরকারের সভাপতিত্বে কবিগান পরিবেশন করেন বাগেরহাটের কবিয়াল অঞ্জন সরকার, দিপংকর সরকার ও তাদের দল। প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক চেয়ারম্যান প্রার্থী জগদীশ চন্দ্র সানা। বিশেষ অতিথি ছিলেন, বড়দল ইউপি চেয়ারম্যান আব্দুল আলিম সানা, কাদাকাটি ইউপি চেয়ারম্যান দিপংকর সরকার, কালি মন্দির কমিটির সম্পাদক চিনময় মন্ডল, শেখর মিস্ত্রি, ইউপি সদস্য আব্দুল কাদেরসহ এলাকার সাধারণ মানুষ।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version