ডিসেম্বর ১৩, ২০১৯
আলিপুরে লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্ট: গাংনিয়া চ্যাম্পিয়ন
ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা সদর উপজেলার আলিপুরে ৮ দলীয় নক-আউট লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্ট ২০১৯ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ ডিসেম্বর) বিকালে দক্ষিণ আলিপুর দ্যা ইয়ং স্পোর্টিং ক্লাবের আয়োজনে দক্ষিণ আলিপুর প্রিয়নাথ ফুটবল মাঠে দক্ষিণ আলিপুর দ্যা ইয়ং স্পোর্টিং ক্লাবের সভাপতি মো. মেহেদী হাসান সুমন’র সভাপতিত্বে ফাইনাল খেলার উদ্বোধন এবং বিজয়ী চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার প্রদান করেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন,‘খেলায় হারজিত আছে মেনেই খেলতে হবে। বড় মন একটি জাতি ও গোষ্ঠীকে অনেক সফলতা এন দেয়। দু’দিনের দুনিয়ায় বড়ত্ব জাহির করার কিছুই নেই। সকলের সাথে মিলে মিশে ভাল আচরণ করা সবার উচিত। হিংসা বিদ্বেষ অহংকার সব কিছু ধ্বংস করে দেয়। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ আজ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। বিশেষ অতিথির বক্তব্য রাখেন আলিপুর ইইপি চেয়ারম্যান মো. আব্দুর রউফ, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, ডা. মুনছুর আহমেদ, যুব নেতা মীর মহিতুল আলম মহি, মো. মিজানুর রহমান মিজান, মাহিউর রহমান (ময়ুর ডাক্তার), মো. সাহারুল ইসলাম, মিজানুর রহমান, জিয়াউর বিন সেলিম যাদু প্রমুখ। ফাইনাল খেলায় অংশ নেয় গাংনিয়া সবুজ সংঘ বনাম পিডিকে মিতালী সংঘ কালিগঞ্জ। খেলার প্রথমার্ধে গাংনিয়া সবুজ সংঘের ১১নং জার্সি পরিহিত খেলোয়াড় সাব্বির একটি গোল করে দলকে এগিয়ে নেয়। দ্বিতীয়ার্ধের খেলায় একই দলের খেলোয়াড় ৪নং জার্সি পরিহিত বিজয় আরো একটি গোল করে। পিডিকে মিতালী সংঘ কালিগঞ্জ গোল পরিশোধের চেষ্টা করেও গোলের দেখা পায়নি। ফলে পিডিকে মিতালী সংঘ কালিগঞ্জকে ২-০ গোলে হারিয়ে গাংনিয়া সবুজ সংঘ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলার রেফারি ছিলেন নাসির উদ্দিন এবং সহকারী ছিলেন পিপুল খান, স্বপন ও সাম্মু। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন দক্ষিণ আলিপুর দ্যা ইয়ং স্পোর্টিং ক্লাবের সাংগঠনিক সম্পাদক মো. সোহরাব হোসেন। 8,479,861 total views, 2,030 views today |
|
|
|