Site icon suprovatsatkhira.com

আদালতের নির্দেশ অমান্য করে জোরপূর্বক জমি দখলের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি: দেবহাটা উপজেলার বহেরায় আদালতের নির্দেশ অমান্য করে জোরপূর্বক জমি দখলে রাখার অভিযোগ পাওয়া গেছে। বিজ্ঞ আদালত পুলিশ তদন্ত রিপোর্ট আমলে নিয়ে উভয় পক্ষকে স্ব স্ব অবস্থানে থেকে শান্তিপ‚র্নভাবে বসবাসের জন্য নির্দেশ দিলেও বিবাদীরা সে আদেশ অমান্য করে জমি জোরপূর্বক দখলে রেখেছে বলে অভিযোগ করেছেন সাতক্ষীরার কামালনগর গ্রামের শওকত আলীর স্ত্রী ও দেবহাটা উপজেলার বহেরা গ্রামের মৃত কওছার আলীর মেয়ে রেশমা ইয়াছমিন। জানা গেছে, সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার বহেরা মৌজার এসএ খতিয়ান নং- ১০৯৪, ডিপি নং- ২০৩৬, এসএস দাগ নং- ১৭৩৫, হাল দাগ নং- ৩২৩৮, সর্বমোট ২৫ শতক জমির মধ্যে ২ শতক কবরস্থানের এজমালি জমি বাদে ২৩ শতক জমির মধ্যে হারাহারি অংশ সাড়ে ১১ শতক জমি নিয়ে বহেরা গ্রামের মৃত রুস্তম আলীর ছেলে হারুন অর রশিদ, মৃত রুস্তম আলীর ৩ মেয়ে হাফিজা খাতুন, হানজি খাতুন, তানজিলা খাতুন, রুস্তম আলীর স্ত্রী মোমেনা খাতুন ও একই গ্রামের ইয়াকুব আলীর সাথে বিরোধের জের ধরে রেশমা ইয়াছমিন বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত, সাতক্ষীরাতে ১৪৫ ধারায় পিটিশন মামলা নং- পি-১৩৯২/১৭ মামলা দায়ের করে। আদালত মামলাটি আমলে নিয়ে দেবহাটা থানায় পাঠালে দেবহাটা থানার তৎকালীন সেকেন্ড অফিসার এসআই ইয়ামিন আলী তদন্তপূর্বক বিজ্ঞ আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। বিজ্ঞ আদালত পুলিশ তদন্ত রিপোর্ট আমলে নিয়ে উভয় পক্ষকে স্ব স্ব অবস্থানে থেকে শান্তিপ‚র্নভাবে বসবাসের জন্য নির্দেশ দিলেও বিবাদীরা সে আদেশ অমান্য করছে এবং বাদী রেশমা ও তার পরিবারের সদস্যদেরকে নানারকম হুমকি দিচ্ছে। রেশমা জানান, মঙ্গলবার সকালে তারা তাদের জমিতে ঘর নির্মাণের জন্য গেলে বিবাদীরা সকলে তাদেরকে লাঠি, দাঁ সহ বিভিন্নরকম অস্ত্র নিয়ে মারতে উদ্যত হয়। তারা ভয়ে সেখান থেকে পালিয়ে আসেন। রেশমা যাতে তার পৈতৃক জমি পেতে পারেন এবং বিজ্ঞ আদালতের নির্দেশ বাস্তবায়ন হয় সেজন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version