ডিসেম্বর ২৮, ২০১৯
সাতক্ষীরা কিন্ডার গার্টেনের বার্ষিক ফল প্রকাশ
![]() নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার ঐতিহ্যবাহী শিশু বিদ্যাপীঠ সাতক্ষীরা কিন্ডার গার্টেন (২০১৯)’র ২৩তম বার্ষিক ফলাফল প্রকাশ করা হয়েছে। শনিবার (২৮শে ডিসেম্বর) এ ফল প্রকাশ করেন প্রতিষ্ঠাতা হেড টিচার রফিকুল হাসান। ফল প্রকাশের পূর্বে স্বাগত বক্তব্যে তিনি বলেন, সকলের ঐকান্তিক প্রচেষ্টায় ২৩ বছর পার করে ২ যুগে পদার্পণ করেছে। যার ফলশ্রæতিতে সাতক্ষীরা কিন্ডার গার্টেনের এক সময়ের কচি কাচারা আজ দেশ সেবায় নিয়োজিত। যার মধ্যে অনেকে ডাক্তার, প্রকৌশলী, সরকারী-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রভাষক। আজকের শিশু আগামীর ভবিষ্যৎ। আমাদের সবচেয়ে বড় গৌরবের বিষয় হল সকলের প্রচেষ্টায় সাতক্ষীরা সরকারী বয়েজ ও গার্লসে ৩য় শ্রেণিতে মেধা তালিকায় ১৫০ এর অধিক ছাত্র-ছাত্রী ভর্তি যুদ্ধে নিজেদের যোগ্যতার প্রমাণ দিয়েছে। বিদ্যালয়ের সিনিয়র টির্চার আমিরুল ইসলামের সহযোগিতায় ও যার অগ্রণী ভূমিকা না বললেই নয় সেই রাফিজা খাতুনের সঞ্চালনায় প্লে, কেজি, কেজি ওয়ান, কেজি টু বার্ষিক ফলাফল প্রকাশ ছাড়াও তৃতীয় শ্রেণিতে ভর্তি শিক্ষার্থীদের বিদায়ি সংবর্ধনা দেওয়া হয়। যারা এ বছর প্লে থেকে কেজি শ্রেণিতে ১ম স্থান অর্জন করেছে মল্লিক শাহী তাহমীদ, ২য় স্থান আবরার আহমেদ আরাফ, ৩য় স্থান আবু সিয়াম। এছাড়া কেজি থেকে কেজি ওয়ানে ১ম রাজিন আরেফিন, ২য় স্পর্শ সানা, ৩য় জাফরিন জান্নাত এবং কেজি ওয়ান থেকে কেজি টু’তে, ১ম হয়েছে টি আর জারিফ, ২য় রাজিবুল ইসলাম, ৩য় শামীমুল এহসান। 6,208,429 total views, 3,560 views today |
|
|
|