ডিসেম্বর ১৮, ২০১৯
সাতক্ষীরায় চিংড়ি খামারের ঝুঁকি হ্রাসকরণ ও নিয়ন্ত্রণে সমন্বয় সভা অনুষ্ঠিত
![]() ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় চিংড়ি খামারের ঝুঁকি হ্রাসকরণ ও নিয়ন্ত্রণে সভা অনুষ্ঠিত হয়েছে। মৎস্য অধিদপ্তর ও সলিডারিড্যাড এর আয়োজনে বুধবার (১৮ ডিসেম্বর) দুপুরে শহরের অদূরে এল্লারচর মৎস্য খামার ট্রেনিং সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা মৎস্য অফিসার মশিউর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, স্থানীয় সরকার মন্ত্রণালয় সাতক্ষীরার উপ-পরিচালক হুসাইন শওকত। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাইক্রোলজি বিভাগের অধ্যাপক মঞ্জুরুল করিম, সলিডারিড্যাড এর টিম লিডার মইন উদ্দীন আহমেদ, সাতক্ষীরা জেলা চিংড়ি ঘের মালিক সমিতির সাধারণ সম্পাদক ডা. আবুল কালাম বাবলা প্রমুখ। বক্তারা বলেন, সাদা সোনা খ্যাত চিংড়ি রপ্তানি করে সরকার প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করে থাকে। আর এই চিংড়ির একটি বড় অংশ উৎপাদন হয় সাতক্ষীরা জেলায়। সম্প্রতি চিংড়িতে বিভিন্ন রোগ দেখা দেয়ায় চিংড়ি চাষিরা কিছুটা হলেও হতাশা গ্রস্ত হয়ে পড়েছেন। আর তাই চিংড়িতে কোন রোগ দেখা দিলে বক্তারা দ্রæত উপজেলা ও জেলা মৎস্য অফিসারদের অবহিত করার আহবান জানান। বক্তারা এ সময় চিংড়ি খামারের ঝুঁকি হ্রাস করণ ও নিয়ন্ত্রণে বিস্তারিত আলোচনা করেন। সমন্বয় সভায় জেলার বিভিন্ন স্থানের চিংড়ি ঘের মালিক, চাষি, ঘের কর্মচারী, উপজেলা মৎস্য কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ গ্রহণ করেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন, এল্লারচর মৎস্য খামারের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা নাজমুল হুদা। 6,202,418 total views, 1,815 views today |
|
|
|