Site icon suprovatsatkhira.com

সরকারি রাস্তার ইট তুলে প্রাচীর নির্মাণের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি: দেবহাটার সখিপুর ইউনিয়নের তিলকুড়া-কাজিমহল্যা গ্রামে সরকারি রাস্তার ইট সোলিং তুলে প্রাচীর নির্মাণ কারার অভিযোগ উঠেছে এক দলিল লেখকের বিরুদ্ধে। সে তিলকুড়া গ্রামের মৃত. শেখ মোকারম হোসেনের ছেলে শেখ মারুফ হোসেন। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকালে নিজ জমির সীমানা নির্ধারণ করার লক্ষে একটি প্রাচীর নির্মাণের কাজ শুরু করে। কিন্তু তার নির্দেশে সরকারি ইট সোলিং রাস্তার ইট তুলে রাস্তার উপরে গর্ত তৈরি করে। বিষয়টি নিয়ে স্থানীয়রা জনপ্রতিনিধিকে খবর দিলে তিনি ঘটনা স্থলে এসে নির্মাণ কাজ বন্ধ করে দেন। সরজমিনে দেখা গেছে, কাজিমহল্যা আব্দুল বারি দফাদারের বাড়ি হতে তিলকুড়া বিষু খাঁ’র বাড়িগামী এলজিএসপির অর্থায়নে নির্মিত ইট সোলিং এর ৬টি পয়েন্টের ইট তুলে ফেলা হয়েছে। সেখানে গভীর ভাবে মাটি খুঁড়ে ফেলাও হয়েছে। এমনকি ঐ স্থানের একটি সরকারি মেহগনি গাছ কর্তন করেছে ঐ দলিল লেখক। রাস্তাটি দিয়ে প্রতিদিন ইউনিয়নের অসংখ্য লোক তাদের প্রয়োজনীয় কর্মকান্ড পরিচালনার জন্য যাতায়াত করে। এদিকে, সরকারি রাস্তার ইট তুলে প্রাচীর নির্মাণ বন্ধ সহ তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন সচেতনমহল।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version