ডিসেম্বর ২৮, ২০১৯
সখিপুর মাধ্যমিক বিদ্যালয়ে ফল প্রকাশ
![]() দেবহাটা প্রতিনিধি: দেবহাটার সখিপুর মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ ডিসেম্বর) সখিপুর মাধ্যমিক বিদ্যালয় এ ফলাফল প্রকাশিত হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক তহিরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শেখ ফারুক হোসেন রতন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, শিক্ষক আমজাদ হোসেন, অসীম কুমার বর্মণ, সাহিনা আক্তার, মোসলেমা খাতুন, মনঞ্জুরুল নূর পলাশ। প্রধান অতিথি তার বক্তব্যে বর্তমান সরকারের শিক্ষার মান উন্নয়নে গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে বলেন, এ সরকার শিক্ষা বান্ধব সরকার। এ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষার মান উন্নয়নে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান এখন উন্নয়নের রোল মডেলে পরিণত হয়ে সবার কাছে দৃশ্যমান হয়েছে। শিক্ষা উপবৃত্তির হার বৃদ্ধিসহ শিক্ষাকে শত ভাগে উন্নীত করতে বছরের শুরুতেই ছাত্র-ছাত্রীদের মাঝে বই বিতরণ, প্রতিটি বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নে একের পর এক বিভিন্ন প্রকল্প গ্রহণ, ডিজিটাল পদ্ধতিতে শিক্ষা ব্যবস্থা চালু করতে বিভিন্ন বিদ্যালয়ে ডিজিটাল হাজিরা ও ডিজিটাল ল্যাব স্থাপন করেছে সরকার। অনুষ্ঠান শেষে কৃতি শিক্ষার্থীদেরকে পুরস্কৃত করা হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক আলমগীর কবির। 6,238,526 total views, 1,737 views today |
|
|
|