ডিসেম্বর ২১, ২০১৯
শ্যামনগর সদর হাসপাতাল জরাজীর্ণ : হেলমেট পরে চলতে হয় রোগীর স্বজনদের
![]() গাজী আল ইমরান শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরা জেলার সর্ব দক্ষিনের উপজেলা শ্যামনগর, যেটি উপক‚লীয় অঞ্চল বলে স্বীকৃত। আর এই উপক‚লীয় অঞ্চলের ১২টি ইউনিয়নের সাড়ে চার লক্ষ মানুষের একমাত্র স্বাস্থ্য সেবা প্রদানকারী শ্যামনগর সরকারি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভবনটির জরাজীর্ণ অবস্থা, এরই মধ্য দিয়ে চলছে অসুস্থ রোগীদের সেবা প্রদান। আইলা, সিডর, বুলবুল আক্রান্ত বাংলাদেশের সর্বদক্ষিণের এ উপজেলায় একমাত্র হাসপাতালটি স্বাস্থ্যসেবায় কয়েকবার সুনামের সহিত গৌরব অর্জন করলেও তা আজ জরাজীর্ণ, ভবন সংকটের কারণে স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে অসহায়, গরিব-দুঃখী মানুষ। শ্যামনগর থেকে সাতক্ষীরা সদর হাসপাতাল ও মেডিকেল কলেজ হাসপাতাল প্রায় ৫৫ কি: মি: দূরে হওয়ায় দীর্ঘ পথ অতিক্রম করে সাধারণ মানুষ জেলা সদরে যেয়ে স্বাস্থ্যসেবা নিতে অক্ষম। তাছাড়া দূরের পথে যাবার মৃত্যু ঝুঁকি, যাতায়াত খরচ জোগাড় ইত্যাদি সমস্যা অতিক্রম করে স্বাস্থ্যসেবা নিতে পারে না। যে কারণে জীবন বাজি রেখে জরাজীর্ণ ভবনের ছাদের নীচে স্বাস্থ্যসেবা নিতে বাধ্য হচ্ছে নিন্ম আয়ের মানুষ। হাসপাতালে চিকিৎসাধীন রোগী ও রোগীর আত্মীয় স্বজনরা অভিযোগ করে বলেন, জীবন বাঁচাতে এসে জীবন চলে যায় কিনা সে আতঙ্কে থাকতে হয় সবসময়। হাসপাতালের ভিতরে রোগীরা ভালোভাবে খাওয়া-দাওয়া করতে পারে না, উপরের ছাদ থেকে প্রতিনিয়ত খসে পড়ছে বালু কণা। দেখা যাচ্ছে কোথাও কোথাও ছাদের রড বেরিয়ে গেছে। ডাক্তার নার্সদের সেবার প্রচেষ্টা থাকলেও আমাদের জরাজীর্ণ ছাদের নীচে থাকতে ভয় করে। কখন না উপর থেকে ছাদ ভেঙে পড়ে মাথার উপরে, চলে যায় প্রাণ। এজন্য রোগীর স্বজনদের হেলমেট পরিহিত অবস্থায় চলাচল করতে হয়। তারা আরো বলেন, তাদের সামনে ছাদ ভেঙে পড়েছে রোগীর পায়ের পাশে, অল্পের জন্য গায়ে পড়েনি। 6,202,303 total views, 1,700 views today |
|
|
|