শ্যামনগর অফিস: শ্যামনগর থানা পুলিশের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবারে (২৮ ডিসেম্বর) সকালে থানা ক্যাম্পাসে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন শ্যামনগর থানা অফিসার ইনচার্জ মো: নাজমুল হুদা, পুলিশ প্রদর্শক (তদন্ত) মো: ইয়াছিন আলম চৌধুরীসহ পুলিশ অফিসারগন। এ সময় অসহায় শিতার্থরা এ কার্যক্রমকে আন্তরিক অভিনন্দন জানান।
6,248,218 total views, 2,036 views today