Site icon suprovatsatkhira.com

শ্যামনগর চিংড়াখালী মাধ্যমিক বিদ্যালয়ে ফরম পূরণে দুর্নীতির অভিযোগ

শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগর উপজেলা সদরে অবস্থিত চিংড়াখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে ফরম পূরণে টাকা বেশী নেয়ার অভিযোগ করেছে অসহায় শিক্ষার্থী এবং অবিভাবকরা। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের প্রজ্ঞাপন অনুযায়ী জানাযায়, এসএসসি ফরম পূরণে নিয়মিত ছাত্র ছাত্রীদের জন্য বোর্ড নির্ধারিত বিজ্ঞান বিভাগে ১৯শ টাকা সত্তর টাকা ,বানিজ্য বিভাগে ১৮শ পঞ্চাশ টাকা এবং মানবিক বিভাগে ১৮শ পঞ্চাশ টাকা নেওয়ার বিধান থাকলেও প্রধান শিক্ষক বিজ্ঞান বিভাগের ছাত্র ছাত্রীদের কাছ থেকে ৩৬শত বিশ টাকা এবং বানিজ্য ও মানবিক বিভাগের ছাত্র ছাত্রীদের কাছ থেকে ৩৫শ টাকা হারে নিয়েছে। নাম প্রকাশে একাধিক শিক্ষার্থীরা বলেন, আামাদের কারো কাছ থেকে ৩৫শ, ৩৭শ আবার কারো কারো কাছ থেকে ৪হাজার টাকা পর্যন্ত নিয়েছে। তবে এ ব্যাপারে প্রধান শিক্ষক জয়দেব বিশ্বাস এর সাথে কথা হলে তিনি বলেন, ফরম পূরণের এবং শেখ রাসেল ল্যাবের চার বছরের টাকা ধরে মোট ৩ হাজার টাকা করে নেওয়া হয়েছে। ফরম পূরণের টাকার পরিমান কত জানতে চাইলে প্রধান শিক্ষক জয়দেব বিশ্বাস বিজ্ঞান শাখায় ৩৬শ বিশ টাকা এবং বিজ্ঞান ও মানবিক শাখায় ৩৫ টাকা লিখে এর নিচে তার সিল স্বাক্ষর মেরে দেন। এ বিষয়ে মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আকরাম হোসেন এর সাথে কথা হলে তিনি বলেন, বোর্ড ফি’র অতিরিক্ত কোনো টাকা কেউ নিতে পারবে না। কেউ যদি নিয়ে থাকে তাহলে প্রমাণ সাপেক্ষে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version