Site icon suprovatsatkhira.com

শ্যামনগরে স্থানীয় সরকার ও প্রশাসনের সাথে জনতার সংলাপ অনুষ্ঠিত

নওয়াবেঁকী (শ্যামনগর) প্রতিনিধি: শ্যামনগরে সরকারি নীতিমালার বাস্তবায়নে স্থানীয় সরকার ও প্রশাসনের সাথে জনতার সংলাপ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ ডিসেম্বর) সকাল ১০ টায় শ্যামনগর উপজেলা পরিষদের কনফারেন্স রুমে জনতার সংলাপটি অনুষ্ঠিত হয়। অক্সফ্যাম এবং সিপিডির অংশীদারিত্বে ইউরোপীয় ইউনিয়নের আর্থিক সহায়তায় পরোক্ষ অংশীদার প্রতিষ্ঠান সুশীলনের রি-কল ২০২১ প্রকল্পের আয়োজনে “গনতান্ত্রিক সুশাসনে জন সম্পৃক্ত প্রতিষ্ঠানের অংশগ্রহণ প্রকল্পের আওতায় সরকারি নীতিমালার বাস্তবায়নে স্থানীয় সরকার ও প্রশাসনের সাথে জনতার সংলাপ অনুষ্ঠিত হয়। জনতার সংলাপটিতে সভাপতিত্ব করেন শ্যামনগরের এসডিজি বাস্তবায়নে উপজেলা নেটওয়ার্কের সভাপতি অসীম কুমার জোয়ারদার এবং প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম, আতাউল হক দোলন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আয়ুব ডলি, ডা: অজয় কুমার সাহা, নাজিম উদ্দীন, জি এম.আকবর কবির, ফারুক হোসাইন সাগর, মিনা হাবিবুর রহমান, মাস্টার নজরুল ইসলাম, শাহিনুল ইসলাম, জি,এম. মনিরুজ্জামান, এম এম.জাকারিয়া। এসময় জনতার সংলাপটি সঞ্চালনা করেন সমন্বয়কারী মনিরা সুলতানা ও পিযুষ বাউলিয়া পিন্টু।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version