Site icon suprovatsatkhira.com

শ্যামনগরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালন

শ্যামনগর অফিস: উৎসব মুখর পরিবেশে বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত করে ১৬ডিসেম্বর শ্যামনগরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। প্রথম প্রহরে একত্রিশ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনার পর সকাল সাতটায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে গোপালপুর স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। এর পর পরই উপজেলা চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন এর নেতৃত্বে উপজেলা পরিষদ, উপজেলা নির্বাহী অফিসার মো: কামরুজ্জামন এর নেতৃত্বে উপজেলা প্রশাসন, থানা অফিসার ইনচার্জ নাজমুল হুদার নেতৃত্বে পুলিশ প্রশাসন, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার দেবী রঞ্জন মন্ডলের নেতৃত্বে বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, প্রেসক্লাবের সভাপতি আকবর কবীর এবং সাধারণ সম্পাদক জাহিদ সুমনের নেতৃত্বে সাংবাদিকবৃন্দ, উপজেলা স্বাস্থ্য ও প প কর্মকর্তা ডা: অজয় কুমার সাহার নেতৃত্বে মেডিকেল অফিসার ও নার্স সহ উপজেলা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, শ্যামনগর সরকারি মহসীন কলেজ, শ্যামনগর আতরজান মহিলা মহাবিদ্যালয়, নকিপুর সরকারি হরিচরন পাইলট মাধ্যমিক বিদ্যালয়, নকিপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড,সিপিপি সহ অর্ধ শতাধিক প্রতিষ্ঠান স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। বর্ণাঢ্য র‌্যালি নিয়ে স্মৃতিসৌধের অনতি দুরে শহীদ বীর মুক্তিযোদ্ধার কবর জিয়ারত ও দোয়া করেন। নকিপুর সরকারি এইচসি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে জাতীয় পতাকা উত্তোলন এবং বীর মুক্তিযোদ্ধাদের বিশেষ সংবর্ধনা দেয়ার পর বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শিত হয়। এসকল কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য এ কে ফজলুল হক, সরকারী মহাসীন কলেজের অধ্যক্ষ তন্ময় কুমার সাহা, উপজেলা ভাইস চেয়ারম্যান সাঈদ উজ জামান সাঈদ, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আবুল হোসেন মিয়া, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার ফারুক হোসাইন সাগর, থানা ওসি তদন্ত ইয়াছিন আলম চৌধুরী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুল ইসলাম, উপজেলা নির্বাচন অফিসার রবিউল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আকরাম হোসেন খান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আক্তারুজ্জামান মিলন, বিআরডিবি অফিসার সোহেল রানা, উপজেলা প প কর্মকর্তা সাকির হোসেন প্রমুখ।উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভা শেষে সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version