শ্যামনগর অফিস: শ্যামনগর উপজেলার কাশিমাড়ীতে উচ্ছৃঙ্খল বখাটে ও নেশাগ্রস্তদের হামলায় ইয়াছিন আরাফাত (২৬) নামে ১ যুবক মারাত্মক আহত হয়েছে। সে কাশিমাড়ী গ্রামের রাজগুল মোল্যার ছেলে। এ ঘটনায় ইয়াছিন আরাফাত শ্যামনগর থানায় এজাহার দাখিল করেছেন। এজাহার সূত্রে প্রকাশ, গত ২৭ ডিসেম্বর কাশিমাড়ী মহিলা মাদ্রাসার সামনে রওশান আলীর মুদির দোকানে ইয়াছিন আরাফাত বসেছিল। পূর্ব শত্রæতার জেরে জয়নগর গ্রামের রবিউল, আল-আমিন, শরিফুল, আ: সামাদ, আজহারুল, আব্দুল্যাহসহ অজ্ঞাত নামা ৫/৭ জন বখাটে এক যোগ হয়ে ইয়াছিন আরাফাতকে বেধড়ক মারপিট করে মারাত্মক আহত হয়। তারা এলোপাথাড়ি ভাবে লোহার রড ও হাতুড়ি দ্বারা পিটিয়ে ইয়াছিন আরাফাতকে জখম করে নগদ টাকা, মোবাইল ফোন ও স্বর্ণের আংটি ছিনিয়ে নেয়। স্থানীয়রা ইয়াছিন আরাফাতকে উদ্ধার করে শ্যামনগর হাসপাতালে ভর্তি করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত শ্যামনগর থানায় মামলার প্রস্তুতি চলছিল বলে জানা যায়।