শ্যামনগর অফিস: শ্যামনগরের আটুলিয়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে একীভূত দুর্যোগ ঝুঁকি হ্রাস কর্ম পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ ডিসেম্বর ) ডিজএ্যাবল্ড রিহ্যাবিলিটেশন এন্ড রিসার্চ অ্যাসোসিয়েশন (ডিআরআরএ) আয়োজনে সিবিএম’র সহযোগিতায় কর্মশালায় সভাপতিত্ব করেন আটুলিয়া ইউপি চেয়ারম্যান আবু সালেহ বাবু। অনুষ্ঠানে ডিআরআরএ প্রকল্প সমন্বয়কারী সায়েলাতুল হক বাধন, ডাঁটা অফিসার অসিত দেবনাথ, অ্যাডভোকেসি অফিসার ছফুরা খাতুন, ফিল্ড কো অডিনেটর জি এম নুরুন্নবী হাসান, সাইদুর রহমানসহ ইউপি সদস্য, সিপিপি সদস্য সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। কর্মশালায় দুর্যোগ পূর্ব, দুর্যোগ কালীন ও দুর্যোগ পরবর্তী সময় করণীয় বিষয় সমূহ আলোচনায় স্থান পায়।
6,241,331 total views, 4,542 views today