Site icon suprovatsatkhira.com

শ্যামনগরের হরিনগর বাজারে খাস জমি দখলের হিড়িক

শ্যামনগর অফিস: শ্যামনগরের হরিনগর বাজারে ফেরাফেরি ভুক্ত খাস জমি অবৈধ ভাবে সাড়ে তিন লক্ষ টাকায় বিক্রয় করার অভিযোগ পাওয়া গেছে। জাতির শ্রেষ্ট সন্তান বীর মুক্তিযোদ্ধাদের চায়ের আসর ভেঙে দিয়ে জমি ক্রেতা অবৈধ ভাবে জায়গাটি দখল নিতে অপচেষ্টা চালাচ্ছে। সূত্রে প্রকাশ, হরিনগর বাজারে যুবলীগের অফিসের সামনে খাস সম্পত্তি হরিনগর গ্রামের ফকির চাঁদ মালির ছেলে অজিত মালি একশত পঞ্চাশ টাকার মূল্যের স্ট্যাম্পে ৩ লক্ষ ৫০ হাজার টাকার বিনিময়ে কুলতলী গ্রামের শুকচাঁদ খাঁর ছেলে সাইফুল ইসলামের কাছে আনুঃ২ শতক জমি বিক্রয় করেন। জমি ক্রেতা সাইফুল এ তথ্য জানান। হরিনগর বাজারের উপর অবস্থিত এ জায়গায় প্রতিনিয়ত গুড়, পাটালি, আলু, নারিকেল ইত্যাদি ক্রায় বিক্রয় হত। অবসর সময়ে মুক্তিযুদ্ধের গল্প ও বর্তমান সরকারের সাফল্য নিয়ে চায়ের আস্তানা গড়ে তুলে সময় কাটাতেন। অথচ রাতা রাতি অবৈধ ভাবে গোপনে অজিত মালি অর্থের বিনিময়ে সাইফুলের কাছে সরকারী এ খাস জমি বিক্রায় করায় হতবাক হয়েছে তারা। সাইফুল এ জমি ক্রয় করে অস্থায়ী ভাবে দোকান ঘর নির্মাণ করতে গিয়ে অতিরিক্ত খাস জমি বাড়িয়ে নেয়। মুন্সিগঞ্জের নায়েব আইনুল হক অবৈধ স্থাপনা ভেঙে দিলেও ২ ঘন্টার ব্যবধানে পুরানায় স্থাপনা গড়ে তোলে সাইফুল। মুক্তিযুদ্ধরা জানান, তাদের কে অবমূল্যায়ন করা হয়েছে। সরকারী সম্পত্তি ব্যক্তি মালিকানায় ক্রয় বিক্রয় সুযোগে হরিনগর বাজারে অবৈধ দখলের হিড়িক পড়েছে। এ ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন শ্যামনগরের সুধী মহল।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version