ডিসেম্বর ২১, ২০১৯
রেডিয়াম লেজার কাঁচে নির্মিত ১৪ হাত কালীপূজা
![]() কুলিয়া প্রতিনিধি: বিশ্ব শান্তি ও মঙ্গল কামনায় দেবহাটা-আশাশুনি ঐতিহ্যবাহী বন্ধু মহল আয়োজিত রেডিয়াম লেজার কাঁচ দ্বারা নির্মিত ১৪ হাত শ্রী শ্রী কালীপূজা অনুষ্ঠিত হচ্ছে। কুলিয়া ইউপি চেয়ারম্যান ইমাদুল ইসলামের পৃষ্ঠপোষকতায়, বিশিষ্ট ব্যবসায়ী প্রভাষ চন্দ্র মন্ডল, অজয় কুমার মন্ডল ও চন্দ্রকান্ত সরদারের সার্বিক সহযোগিতায়, সাংসদ প্রতিনিধি শম্ভুজিৎ মন্ডলের ব্যবস্থাপনায়, বিশিষ্ট ব্যবসায়ী গৌতম কুমার দাশের বিশেষ সহযোগিতায় ও দেবহাটা-আশাশুনি বন্ধু মহলের সার্বিক পরিচালনায় টিকেট স্বর্গীয় মাদার চন্দ্র মন্ডল ও প্রভাষ চন্দ্র মন্ডল’র মৎস্য বড়ঘের এলাকায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রতিবছরের ন্যায় ১৭ ডিসেম্বর মঙ্গলবার মায়ের পূজা অর্চনা, ১৮ ডিসেম্বর বুধবার পদাবলী কীর্তন, ১৯ ডিসেম্বর বৃহস্পতিবার বাউল গান, ২০ ডিসেম্বর শুক্রবার সামাজিক নাটক, ২১ ডিসেম্বর শনিবার সামাজিক নাটক, ২২ ডিসেম্বর রবিবার মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও ২৩ ডিসেম্বর সোমবার রাত্র সাড়ে ১২ টায় প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে কালীপূজা অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করবেন বলে জানিয়েছেন আয়োজকরা। 6,208,418 total views, 3,549 views today |
|
|
|