Site icon suprovatsatkhira.com

মুন্সিগঞ্জ বাজারের স্লুইজ গেট মরণ ফাঁদে পরিণত

শ্যামনগর প্রতিনিধি: মুন্সিগঞ্জ বাজার থেকে নীলডুমূর যাওয়ার একমাত্র সড়কের মাঝে অবস্থিত ¤øুইজ গেটটি সংস্কারের উদ্যোগ নেই সংশ্লিষ্ঠদের। মুন্সিগঞ্জ বাজারের উপরে অবস্থিত সংকীর্ণ স্লুইজ গেটটি সংস্কার না হওয়ায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে স্কুল কলেজের ছাত্র-ছাত্রীসহ বহিরাগত হাজার হাজার পর্যটকদের । এটি যেন এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। স্থানীয়দের অভিযোগ, উক্ত স্থানটিতে যানবাহন ও পথচারীরা প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছে। স্লুইজ গেটটির দুই সাইডের রেলিং ভাঙা সহ ব্রিজের মধ্যে একপাশ বসে যাওয়ায় যে কোন সময় বড় ধরনের বিপদ ঘটে যেতে পারে পথচারীদের এমনটাই মনে করছেন এলাকা বাসী। আগেও একজন পথচারী সাইকেল নিয়ে পড়ে গিয়ে ব্যাপকভাবে আহত হয় কিন্তু প্রাণে বেঁচে গেলেও তার ব্যবহৃত সাইকেলটি উদ্ধার করতে পারেনি। একই ঘটনার রোষানল থেকে মুক্তি পায়নি অন্য একজন পর্যটক । তার ব্যবহৃত মটর সাইকেলটি স্লুইজ গেটের তলদেশ থেকে উদ্ধার করতে পারলেও আহত হন মটর সাইকেল চালক। অথচ স্লুইজ গেটটির দুরবস্থা দেখার যেন কেউ নেই, এমন প্রশ্ন দেখা দিয়েছে জনমনে। সরজমিনে গিয়ে দেখা গেছে, কয়েকটি বিদ্যালয়, আকাশলীনা ইকো ট্যুরিজম, মুন্সিগঞ্জ ফাড়ি, নীল ডমুর বিজিবি ক্যাম্প সহ হাজার মানুষের চলাচলের জন্য একমাত্র ভরসা এই সড়কটি। কিন্ত মুন্সিগঞ্জ বাজার পার হয়ে স্লুইজ গেটটি সামনে পড়লেই ভয়ে আতকে ওঠে পথ চারিরা। বেহাল দশায় পতিত হয়ে আছে স্লুইজ গেটটি। এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের শ্যামনগরের দায়িত্বে থাকা সহকারী প্রকৌশলী মাসুদ এর সাথে কথা হলে তিনি বলেন, আমরা ঊর্ধ্বতনের সাথে কথা বলে বিষয়টি সমাধানের চেষ্টা করছি। মুন্সিগঞ্জ বাজারের ব্যবসায়ী কাইয়ুম বলেন, ব্রিজটি দীর্ঘদিন যাবৎ এমন ভগ্ন দশা থাকলেও সংষ্কার বা নতুনভাবে তৈরি করার উদ্যোগ দেখিনি আজ পর্যন্ত।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version