ডিসেম্বর ২৯, ২০১৯
ভোমরায় ২৫ বোতল মদসহ ২ ট্রাক কর্মচারী আটক
![]() নিজস্ব প্রতিনিধি: ভোমরা স্থল বন্দরে ২টি ট্রাক থেকে বিদেশি মদ, গাঁজাসহ এক ড্রাইভার ও হেলপারকে আটক করেছে বিজিবি। গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (২৯ ডিসেম্বর) দুপুর ৩টার দিকে ভোমরা বিজিবি ক্যাম্পের অভিযানে উক্ত মাদক দ্রব্যসহ ২জনকে আটক করা হয়। ভোমরা ক্যাম্পের নায়েব সুবেদার ওলিউল আলম জানান, তার নেতৃত্বে একটি দল স্থল বন্দর জয়দেবের মাঠে অবস্থানরত ২টি ট্রাকে তল্লাশী করে উক্ত মালামাল জব্দ করে। ঐ ট্রাকের কর্মচারী যশোরের নওয়াপাড়া এলাকার জাফর হোসেনের ছেলে নাসির উদ্দীন (৩০) ও একই এলাকার প্রবাদ কুমারের ছেলে পল্লব কুমার(২৪) কে আটক করা হয়। এসময় ২৫ বোতল মদ, ২০০ গ্রাম গাঁজাসহ ঝিনাইদহ ট- ১১-০৩৬৪ ও ঝিনাইদহ-ট ১১-১১২৯ জব্দ করে বিজিবি। উল্লেখ্য যে, প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে একটি চক্র ভারত এবং বাংলাদেশ থেকে সরকারি ভাবে পণ্য আনা নেওয়ার সুবাদে কৌশলে মাদকসহ বিভিন্ন বেআইনি মালামাল আদান প্রদান করে থাকে। তারই সূত্র ধরে বিজিবি অভিযান চালিয়ে এ মালামালসহ তাদের আটক করতে সক্ষম হয়। 6,223,016 total views, 1,079 views today |
|
|
|