ডিসেম্বর ২২, ২০১৯
বড়দলে পুকুর থেকে ভাসমান লাশ উদ্ধার
![]() বড়দল (আশাশুনি) প্রতিনিধি: আশাশুনি উপজেলার গোয়ালভাংগা গ্রামের একটি পুকুর থেকে আবুল কালাম আজাদ (৪৬) নামে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। সে একই উপজেলার জামাল নগর গ্রামের মৃত সাখাওয়াত হোসেন সরদারের ছোট ছেলে। স্থানীয়রা জানায়, আবুল কালাম আজাদ এলাকার বিভিন্ন গাছ ঝাড়ার কাজ করে থাকে। গত বৃহস্পতিবার সঞ্জয় শীলের বাড়িতে নারিকেল গাছ পরিষ্কার করার কাজ করে। শুক্রবার দিন সঞ্জয় শীলের কাছ থেকে একদিনের টাকা নিয়ে যায়। শনিবার সকালে সে আবারও বাবু শীলের বাড়িতে কাজ করতে আসে। দিনশেষে আবুল কালাম আজাদ বাড়িতে না ফেরায় তার স্ত্রী স্বামীকে খোঁজাখুঁজি শুরু করে । তখন সঞ্জয় শীলের পরিবার জানায় আজকে কাজে আসেনি। পরবর্তীতে সঞ্জয় শীলের স্ত্রী পূর্ণিমা রানী শীল দুপুর ১টার দিকে নারকেল গাছের ঝর পুকুর থেকে পরিষ্কার করার সময় একটি ভাসমান ব্যক্তির লাশ দেখতে পায়। বিষয়টি জানাজানি হলে সঞ্জয় শীল আশাশুনি থানা পুলিশকে অবহিত করে। আশাশুনি থানা অফিসার্স ইনচার্জ (ওসি) আব্দুস সালাম জানান, খবর পেয়ে মৃতদেহটি উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। 6,222,810 total views, 873 views today |
|
|
|