Site icon suprovatsatkhira.com

বিভিন্ন দাবিতে আদিবাসী মুন্ডাদের জেলা পর্যায়ে অধিপরামর্শ সভা অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট: ইউরোপিয়ান ইউনিয়নের আর্থিক সহায়তায় এবং কাপেং ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় সুন্দরবন আদিবাসী মুন্ডা সংস্থা (সামস্) এর আয়োজনে বিভিন্ন দাবিতে জেলা পর্যায়ে এক অধিপরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ডিসেম্বর) সাতক্ষীরা সার্কিট হাউজ সম্মেলন কক্ষে সভায় সভাপতিত্ব করেন সামস এর কার্যকরী পরিষদের সভাপতি গোপাল চন্দ্র মুন্ডা। সভায় প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক এস, এম মোস্তফা কামাল। বিশেষ অতিথি ছিলেন উন্নয়ন সংগঠন প্রগতি’র পরিচালক অধ্যক্ষ আশেক-ই-এলাহী, স্বদেশ এর নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্ত। সামস এর সহ-সভাপতি রাম প্রসাদ মুন্ডার সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন হেড সংস্থার নির্বাহী পরিচালক লুইস রানা গাইন, বরসা’র সহকারী পরিচালক মো: নাজমুল আলম মুন্না ও ফারুক রহমান। অধিপরামর্শ সভায় শ্যামনগর ও তালা উপজেলার আদিবাসী মুন্ডা নারী-পুরুষ অংশগ্রহণ করেন । সামস এর নির্বাহী পরিচালক কৃষ্ণপদ মুন্ডা শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে সাতক্ষীরা জেলায় বসবাসরত আদিবাসী মুন্ডাদের পূর্বের ও বর্তমান অবস্থা সম্পর্কে অবহিত করে এবং তাদের সকল সমস্যা তুলে ধরেন। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক এস,এম মোস্তফা কামাল বলেন আমি ব্যক্তিগত ভাবে অনেক খুশি এই অনুষ্ঠানে আসতে পেরে। কারণ আমি এ অঞ্চলের ক্ষুদ্র-নৃ-গোষ্ঠীর ভাষা ও সংস্কৃতির সমস্যা, ভূমি সমস্যা এবং বর্তমান অবস্থান সম্পর্কে জানতে ইচ্ছুক। তিনি মাননীয় প্রধানমন্ত্রীর উদ্ধৃতি দিয়ে বলেন দেশের সকল ক্ষেত্রে তার যেমন নজর রয়েছে। দেশের সকল মানুষকে নিয়ে তিনি ভাবেন এবং সকলকেই উন্নয়ন এর আওতায় আনতে আগ্রহী। তেমনি আমিও কোন জাতি, ধর্ম বা গোষ্ঠীকে আলাদা ভাবে দেখি না। সবাইকে আমি সমান ভাবে দেখি। শুধু মুন্ডা নয় এলাকায় বসবাসরত সকল নৃ-গোষ্ঠীর মানুষদের জানা ও বোঝার জন্য আগ্রহ রয়েছে আমার অনেকদিন যাবৎ। উক্ত অধিপরামর্শ সভায় আদিবাসী মুন্ডাদের পক্ষ থেকে বক্তব্য প্রদান করেন তারাপদ মুন্ডা, রুমা মুন্ডা, অসিত মুন্ডা, জয় মুন্ডা, রতিকান্ত মুন্ডা ও রামপ্রসাদ মুন্ডা প্রমুখ।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version