Site icon suprovatsatkhira.com

বঙ্গবন্ধু বেঁচে থাকলে দেশ আজ মালায়েশিয়া ও সিঙ্গাপুরের মত উন্নত রাষ্ট্রে পরিণত হতো : সাতক্ষীরায় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য

তালা প্রতিনিধি: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য বলেছেন, বঙ্গবন্ধু বেঁচে থাকলে দেশ আজ মালায়েশিয়া ও সিঙ্গাপুরের মত উন্নত রাষ্ট্রে পরিণত হতো। তিনি আরো বলেন, দুধে কোন প্রকার ভেজাল মেশানো যাবে না। এজন্য উৎপাদনকারীদের সতর্ক থাকতে হবে। বুধবার বেলা ১১টায় তালা উপজেলা চত্বরে বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় লিমিটেড দুগ্ধ শীতলীকরণ কেন্দ্রের উদ্বোধনি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ মিল্ক ইউনিয়নের চেয়ারম্যান শেখ নাদিম হোসেন পিলুর সভাপতিত্বে উদ্বোধনি অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন মিল্ক ইউনিয়নের ব্যবস্থাপনা পরিচালক অমর চান বণিক, সাতক্ষীরা জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল, অতিরিক্ত পুলিশ সুপার মো. জিয়াউর রহমান, তালা উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার প্রমুখ।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version