পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছায় রাড়–লী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাধা রানী দাশকে অনিয়ম দুর্নীতি, স্বেচ্ছাচারিতা ও রুড় আচরণের অভিযোগে শাস্তিমূলক পূর্ব খড়িয়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বদলি করা হয়েছে। রাধা রানী বদলিকৃত জায়গায় যোগদান না করে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এলাকায় আস্ফালন করে বেড়াচ্ছেন বলে অভিযোগ উঠেছে। জানা যায়, উপজেলার রাড়–লীতে বিশ্ব বিখ্যাত বৈজ্ঞানিক স্যার প্রফুল্ল চন্দ্র রায়ের প্রতিষ্ঠিত ৩০নং রাড়–লী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাধা রানী দাসের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি, স্বেচ্ছাচারিতা, রুঢ় আচরণ সহ বিভিন্ন অভিযোগ এনে এলাকা বাসী জেলা শিক্ষা অফিসার বরাবর অভিযোগ করে। জেলা শিক্ষা অফিসার এর নির্দেশে উপজেলা শিক্ষা অফিসার তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে। তদন্ত কমিটি ৯ সেপ্টেম্বর’ সরেজমিন তদন্ত করে জেলা শিক্ষা অফিসার বরাবর প্রতিবেদন দাখিল করেন। জেলা শিক্ষা অফিসার তদন্ত রিপোর্টটি শিক্ষা অধিদপ্তরে প্রেরণ করেন। শিক্ষা অধিদপ্তর তদন্ত রিপোর্টের ভিত্তিতে জেলা শিক্ষা অফিসারকে প্রধান শিক্ষক রাধা রানী দাশকে শাস্তিমুলক বদলি করার নির্দেশ দেন।
এলাকা বাসী অভিযোগ করেন, রাধা রানী দাস এলাকায় আস্ফালন করে বলে বেড়াচ্ছেন, সে বদলিকৃত জায়গায় যোগদান করবে না কেউ পারলে কিছু করুক। রাধা রাণী দাসের খুঁটির জোর কোথায়?
প্রধান শিক্ষক রাধা রানী দাসকে বদলি
https://www.facebook.com/dailysuprovatsatkhira/