Site icon suprovatsatkhira.com

প্রতিবন্ধী স্বাস্থ্য কমিটির ষান্মাসিক সভা

ডিআরআরএ পরিচালিত পিআইএইচআরএস-ওও প্রকল্পের সহযোগিতায় শ্যামনগর উপজেলা প্রতিবন্ধী স্বাস্থ্য কমিটির ষান্মাসিক সভা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। প্রতিবন্ধী স্বাস্থ্য কমিটির মিটিং এ প্রকল্পের কার্যক্রম উপস্থাপনা করেন জেলা ম্যানেজার ও ইনক্লুশান ম্যানেজার নীলুৎপল মন্ডল ডিআরআরএ এর মো: আবুল হোসেন। মিটিং এ সভাপতিত্ব করেন উপজেলা প্রতিবন্ধী স্বাস্থ্য কমিটির মডারেটর উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তার পক্ষে মেডিকেল অফিসার ডা: মো: নাছিম ফেরদৌস। কমিটির সভায় আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রাইমারী শিক্ষা অফিসার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, উপজেলা সমাজ সেবা কার্যলয় থেকে বাবু মৃনাল কান্তি স্বর্নকার ,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা। ডিপিও সংগঠন অপরাজিতা নারী উন্নয়ন সংস্থার পক্ষ থেকে ৫ জন প্রতিনিধী উপন্থিত থেকে তারা হাসপাতালের ১১১ নং রুম থেকে চিকিৎসা ও পুনর্বাসন সেবা গ্রহণে প্রতিবন্ধী ব্যক্তিদের পক্ষে হাসপাতাল টয়লেট ফ্যসিলিটিসহ অন্যান্য সুযোগ সুবিধা বাড়ানোর জন্য সুপারিশ করেন। উপজেলা প্রশাসন ও সমাজ সেবা বিভাগ প্রতিবন্ধীদের জন্য যে সমস্ত সেবা প্রদান করেন তার একটি তথ্য উপস্থাপনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইউনিয়ন ভিত্তিক প্রতিবন্ধীদের তালিকা তার দপ্তরে জমা দেওয়ার জন্য অনুরোধ করেন এবং তার পক্ষ থেকে প্রতিবন্ধীদের জীবনমান উন্নয়নে কিছু করার জন্য চেষ্টা করার অশ্বাস দেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version