ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা পৌরসভার ০৪নং ওয়ার্ডে প্রতিবছরের ন্যায় অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। সোমবার (৩০ ডিসেম্বর) পৌরসভার ০৪নং ওয়ার্ডে সুলতানপুর পৌর কাউন্সিলার’র কার্যালয়ে কাজী ফিরোজ হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি থেকে কম্বল তুলে দেন মেয়র তাজকিন আহমেদ চিশতি। এসময় কাউন্সিলার কাজী ফিরোজ হাসানের পক্ষ থেকে ৬শ’২০টি কম্বল বিতরণ করা হয়। এসময় বিশেষ অতিথি ছিলেন কাউন্সিলার অণিমা রাণী মন্ডল, পৌর আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাশেদুজ্জামান রাশি, শেখ মুসফিকুর রহমান মিল্টন, শেখ মাহমুদ আলী আবির, মীর আজহার আলী শাহীন, কাজী মারুফ, শাহাজান কবির সাজু, কাজী বিল্লাল হোসেন, মো. আব্দুর রহিম বাবু, আব্দুল হাকিম, শেখ জাহাঙ্গীর হাসান, বিপ্লব, শাওন, সুমন, আকিব, সাকিব প্রমুখ। এসময় সুলতানপুর এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।