ডিসেম্বর ১৯, ২০১৯
পৌরসভায় সনাক এর মতবিনিময় সভা
![]() প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরা পৌরসভা কার্যালয়ে পৌর কর্তৃপক্ষ ও সচেতন নাগরিক কমিটি (সনাক) এর যৌথ আয়োজনে পৌর মেয়র তাজকিন আহম্মেদ চিশতী এর সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সভায় সাতক্ষীরা সনাক এর পরামর্শক্রমে মেয়র পৌরসভার সেবা খাতে সার্বিক উন্নয়নসহ স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি এবং আসন্ন কে.এফ.ডবিøউ প্রকল্পের কার্যক্রম স্বচ্ছতা ও জন অংশগ্রহণমূলক কাজ করার প্রতিশ্রæতি প্রদান করেন। কে.এফ.ডবিøউ এর প্রকল্প অনুমোদন হয়েছে কিন্তু বাস্তবিক পক্ষে এখনও কার্যক্রম শুরু হয়নি। কার্যক্রম শুরু হতে এখনও আগামী ২ মাস সময় লাগবে। এই প্রকল্প সঠিকভাবে বাস্তবায়নের জন্য মেয়র জন অংশগ্রহণমূলক একটি কমিটি তৈরি করার প্রতিশ্রæতি প্রদান করেন। তবে এই প্রকল্প শুরু হওয়ার পরে এই কমিটি গঠন হবে বলে আশ্বাস দেন। প্রাণ সায়ের খালের ময়লা নিষ্কাশন এর জন্য বড় বাজার কমিটির সাথে পৌর কর্তৃপক্ষ বসেছেন বলে মেয়র জানান। বাজার কমিটি এক সপ্তাহ সময় চেয়েছেন, বাজার কমিটি যদি ডাস্টবিন চায়, তাহলে সেখানে ডাস্টবিন এর ব্যবস্থা করা হবে এবং ময়লা ফেলার জন্য গাড়ির ব্যবস্থা করবেন বলে মেয়র জানান। এ সময় সনাক সদস্য প্রফেসর আব্দুল হামিদ, অ্যাড. এ.কে এম. শহীদুল্যাহ, হেনরী সরদার, পৌরসভার সংরক্ষিত আসনের কাউন্সিলার অনিমা রানী মন্ডল, ওয়ার্ড কাউন্সিলার শাহিনুর রহমান, শাহীন বিশ্বাস এবং সনাক এর ইয়েস সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সভা সঞ্চালনা করেন টিআইবি সহকারী ব্যবস্থাপক অর্থ ও প্রশাসন নারায়ন চন্দ্র দাশ। 6,241,235 total views, 4,446 views today |
|
|
|