Site icon suprovatsatkhira.com

পাইকগাছায় আড়তদারি সমিতির মধ্যে সৃষ্ট মামলায় আটক দু’ব্যক্তির জামিন

পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছায় দু’মৎস্য আড়তদারি সমিতির মধ্যে সৃষ্ট সংঘর্ষে আলোচিত মামলায় আটক দু’ব্যক্তির রিমান্ড নামঞ্জুরসহ জামিন লাভ করেছে। বৃহস্পতিবার দুপুরে দীর্ঘ শুনানি অন্তে বিজ্ঞ বিচারক পলাশ কুমার দালাল এ আদেশ দেন। জানা যায়, উপজেলার শিববাটি নতুন মৎস্য আড়তের লোকেরা মাছসহ ট্রাক আটকিয়ে টাকা ছিনতাই ও চাঁদা আদায়ের ঘটনায় পাইকগাছা মৎস্য সমিতির সভাপতি আব্দুল জব্বার থানায় মামলা করে। এ মামলায় পুলিশ নতুন আড়তের সভাপতি বজলুর রহমান ও অবসরপ্রাপ্ত পুলিশ কনস্টেবলকে আটক করে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করে। বিজ্ঞ আদালত ট্রাক চালকসহ সাক্ষীদের তলব করলে বৃহস্পতিবার তাদের জিজ্ঞাসাবাদ শেষে আদালত রিমান্ড নামঞ্জুর এবং আসামিদের জামিন মঞ্জুর করেন। এ ব্যাপারে আসামি পক্ষের আইনজীবী এফএমএ রাজ্জাক বলেন, আরজিতে বর্ণিত অভিযোগের সাথে ট্রাক চালকের জবানবন্দি অসামঞ্জস্যপূর্ণ হওয়ায় থানায় রিপোর্ট দেয়ার আগ পর্যন্ত আদালত আদেশ প্রদান করেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version