Site icon suprovatsatkhira.com

দেবহাটায় রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধাদের মুখে বিজয়ের গল্পগাঁথা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধাদের মুখে বিজয়ের গল্পগাঁথা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। একাত্তরের মহান স্বাধীনতা যুদ্ধের স্থপতি বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যা মামলার একমাত্র জীবিত স্বাক্ষী অবসরপ্রাপ্ত পুলিশ সুপার বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম খানকেও সম্মাননা প্রদান করা হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০টায় দেবহাটার ঐতিহ্যবাহী সরকারি খানবাহাদুর আহছানউল্লা কলেজের হলরুমে বিশ^বিদ্যালয় ছাত্রদের সংগঠন দরদি সমাজসেবা ফাউন্ডেশনের আয়োজনে এ সংবর্ধনা প্রদান করা হয়। অধ্যক্ষ রিয়াজুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল গনি, নুরুল ইসলাম খানের ছেলে মিড নাইট সানের সভাপতি নাজিবুল ইসলাম খান, সুইডেনে মানবতার কল্যানে নিয়োজিত শাহনাজ খান, আবু রায়হান তিতু, ইয়াছিন আলী, অধ্যক্ষ আবুল কালাম, অধ্যাপক হারুন-অর-রশিদ, অ্যড. ইউনুস আলী প্রমুখ। সভা শেষে বঙ্গবন্ধু হত্যা মামলার স্বাক্ষী নুরুল ইসলাম খানের হাতে সম্মাননা স্মারক তুলে দেন উপজেলা চেয়ারম্যান আব্দুল গনিসহ অন্যান্য অতিথিরা। এছাড়া একই সময়ে দেবহাটা উপজেলা থেকে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে মেধা তালিকায় স্থান পাওয়া কৃতি শিক্ষার্থীদেরও সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান আলোচক মুক্তিযুদ্ধকালীন ও ৭৫’র ১৫ আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপরিবারে হত্যার ভয়াবহ ঘটনার বর্ণনা দেন। এছাড়া মুক্তিযুদ্ধ কালীন সময় নিজের অবস্থান নিয়ে লেখা ‘মুক্তিযুদ্ধ এবং আমি’ বইটির বিভিন্ন অংশ পড়ে শোনান তিনি।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version