নওয়াপাড়া প্রতিনিধি: দেবহাটা পানিরকল মোড়ের পাঞ্জেগানা মসজিদের ছাদ ঢালাই কাজের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় সাতক্ষীরা-কালিগঞ্জ সড়কের পাশে পানিরকল মোড়ে এ কাজের উদ্বোধন হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান মুজিবর রহমান উক্ত কাজের উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য আল ফেরদাউস আলফা, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু, ইউপি সদস্য মিজানুর রহমান, আসমোতুল্লাহ আসমান, মসজিদ কমিটির সভাপতি গোলাম সরোয়ার, সাধারণ সম্পাদক আফছারুল গাজী, কোষাধ্যক্ষ সাইদুল ইসলাম, যুবলীগ নেতা ও ইউপি সদস্য ফরহাদ হোসেন হিরাসহ মুসল্লিরা। উল্লেখ্য যে, গ্রামবাসী, জেলা পরিষদ, জেলা পরিষদের ব্যক্তিগত সহযোগিতায় ধর্মপ্রাণ মুসলমানদের ইবাদত করার সুব্যবস্থা করার লক্ষে এ কাজ এগিয়ে চলেছে।