নিজস্ব প্রতিনিধি: দেবহাটায় প্রতিবন্ধী শিশুর অভিভাবকদের দক্ষতা উন্নয়ন বিষয়ক ৪দিন ব্যাপী প্রশিক্ষণের সমাপনী হয়েছে। শনিবার (২১ ডিসেম্বর) ৪দিনব্যাপী এ সমাপনী প্রশিক্ষণ ডিআরআরএ’র বাস্তবায়নে সংস্থার হাদিপুর ট্রেনিং সেন্টারে লিলিয়ানা ফন্ড্স’র সহযোগিতায় এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উদ্বোধনি ও সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিআরআরএ’র ম্যানেজার (অর্থ ও প্রশাসন) তরুণ সরদার, প্রোগ্রাম অফিসার দেবাশিষ ঘোষ। প্রশিক্ষণে ট্রেনার ছিলেন নিলিমা দাস। সার্বিক সহযোগিতায় ছিলেন পিটিএ প্রতাপ কুমার পাল। দেবহাটা, কালিগঞ্জ, শ্যামনগরসহ বিভিন্ন উপজেলার ১৭জন প্রতিবন্ধী শিশুর অভিভাবক অংশ নেন। প্রশিক্ষণের মাধ্যমে প্রতিবন্ধী শিশুর অভিভাবকদের খেজুরের পাতা ও খড় ঘাস দিয়ে কলমদানি, ফুলদানি, ব্যাগসহ বিভিন্ন উপকরণ তৈরি করা শেখানো হয়। যা তাদের পরিবারের অর্থনৈতিক ভাবে ভূমিকা রাখবে।