ডিসেম্বর ২৪, ২০১৯
দেবহাটায় কৃষকদের কাছ থেকে আমন ধান সংগ্রহ উদ্বোধন
![]() দেবহাটা প্রতিনিধি: “শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেবহাটায় কৃষকদের থেকে আমন ধান সংগ্রহ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) পারুলিয়া খাদ্য গুদামে উপজেলার প্রান্তিক কৃষকদের কাছ থেকে সরাসরি ধান সংগ্রহের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরীন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, উপজেলা কৃষি অফিসার শরীফ মোহাম্মদ তিতুমীর, উপজেলা-খাদ্য নিয়ন্ত্রক মনিরুজ্জামান, উপ-সহকারী খাদ্য পরিদর্শক আবুল কালাম, পারুলিয়া খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা দেবপ্রসাদ দাশ প্রমুখ। উল্লেখ্য চলতি আমন মৌসুমে ৮৫৭জন কৃষকের কাছ থেকে মাথাপিছু ১ মেট্রিক টন করে ধান সংগ্রহ করা হবে দেবহাটায়। এর মধ্যে পারুলিয়া ইউনিয়ন থেকে ২০০মেট্রিক টন, নওয়াপাড়া ইউনিয়ন থেকে ২১০ মেট্রিক টন, কুলিয়া ইউনিয়ন থেকে ২০০ মেট্রিক টন, দেবহাটা ইউনিয়ন থেকে ৯৭ মেট্রিক টন, এবং সখিপুর থেকে ১৫০ মেট্রিক টন। 6,222,985 total views, 1,048 views today |
|
|
|