Site icon suprovatsatkhira.com

তালায় ৪৮তম মহান বিজয় দিবস পালিত

তালা প্রতিনিধি; তালায় যথাযোগ্য মর্যাদা ও বিনম্র শ্রদ্ধায় ৪৮তম মহান বিজয় দিবস পালিত হয়েছে। ১৬ ডিসেম্বর প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিনটির সূচনা হয়। সকালে উপজেলা চত্বরে বিভিন্ন সংগঠনের মাল্যদান শেষে তালা সরকারী কলেজ মাঠে জাতীয় পতাকা উত্তোলন, শারীরিক কসরত, ডিসপ্লে এবং পরে উপজেলা পরিষদ চত্বরে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন তালা উপজেলা নির্বাহী অফিসার মো: ইকবাল হোসেন। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার ও জেলা পরিষদ সদস্য মীর জাকির হোসেনের পরিচালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ নূরুল ইসলাম, তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ঘোষ সনৎ কুমার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, তালা সরকারী কলেজের অধ্যক্ষ প্রোফেসর মনি মোহন মন্ডল, তালা থানার ওসি মো: মেহেদী রাসেল, পাটকেলঘাটা থানার ওসি কাজী ওয়াহিদ মুর্শেদ, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো: মফিজ উদ্দীন, ডেপুটি কমান্ডার আলাউদ্দীন জোয়ার্দ্দার, প্রভাষক প্রণব ঘোষ বাবলু, বিশ্বজিৎ সাধু, সরদার জাকির হোসেন, ময়নুল ইসলাম, আব্দুর রশিদ, আব্দুস সোবহান প্রমুখ। বিজয় দিবস উপলক্ষে তালা বøাড ব্যাংক বিনামূল্যে বøাড গ্রæপ নির্ণয় ক্যাম্পিং এর মাধ্যমে ৩০২ জনের গ্রæপিং টেস্ট সম্পন্ন করে। পরে চিত্রাঙ্কন ও ক্রীড়া প্রতিযোগিতা, বিকালে প্রীতি ফুটবল ম্যাচ এবং রাতে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version