ঝাউডাঙ্গা প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছ। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আসমত আলী’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ঝাউডাঙ্গা ইউনিয়ন আ.লীগের সভাপতি রমজান আলী বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক হামিদুর রহমান হামিদ। এসময় উপস্থিত ছিলেন, বিথী সান্যাল, শিক্ষক খায়রুল নাহার, গোপাল চন্দ্র, হালিমা খাতুন, ফাতেমা খাতুন, হোসনে আরা বেগম, রোমেনা খাতুন, সাবিনা খাতুন, মহাসিন তাবাসসুম, বিপ্লব ঘোষ, অফিস সহায়ক খোকন হোসেনসহ ম্যানেজিং কমিটির অন্যান্য সদস্য, শিক্ষক, অভিভাবক ও ছাত্রছাত্রীবৃন্দ। এছাড়া, অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের বিশেষ পুরস্কার প্রদান করেন অতিথিবৃন্দ।