ডিসেম্বর ২৯, ২০১৯
জেলা আওয়ামী লীগের সভাপতির সাথে ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের মতবিনিময়
![]() ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের নব-নির্বাচিত সভাপতি মুনসুর আহমেদ’র সাথে ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময় করেছে বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন সাতক্ষীরা শাখার নেতৃবৃন্দ। রবিবার (২৯ ডিসেম্বর) সকালে নেতৃবৃন্দ আবারও বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি হওয়ায় তাকে ফুলেল শুভেচ্ছা জানান এবং সাংগঠনিক বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। নব-নির্বাচিত জেলা আওয়ামী লীগের সভাপতি বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন সাতক্ষীরা শাখার নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান এবং তাদের সাংগঠনিক কর্মকান্ডে সহযোগিতার আশ্বাস প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন সাতক্ষীরা শাখার সভাপতি ডা. হাবিবুর রহমান, সিনিয়র সহ-সভাপতি বিশিষ্ট সমাজসেবক ডা. আবুল কালাম বাবলা, আক্তারুজ্জামান মুকুল, মো. কামরুজ্জামান রাসেল, আবুবক্কর সিদ্দিক, ক রফিকুল ইসলাম, সদস্য বিধান চন্দ্র রায়, কৃষ্ণপদ পাল, পুলক পাল, রেজাউল্লাহ, আনারুজ্জামান ও শফিসহ সংগঠনের নেতৃবৃন্দ। 6,254,893 total views, 3,960 views today |
|
|
|