Site icon suprovatsatkhira.com

জেএসসি পরীক্ষায় বরাবরের মতো জেলার শীর্ষে সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়

ডেস্ক রিপোর্ট: বিগত বছরগুলোর মতো এবারও জেএসসিতে সাতক্ষীরায় ফলাফলে জেলার শীর্ষে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। সাতক্ষীরা জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস.এম আব্দুল্লাহ আল- মামুন বলেন, সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ২৫৪ জন পরীক্ষার্থী জেএসসি পরীক্ষায় অংশ নেয়। ‘এ প্লাস- পেয়েছে ১১৭ জন, ১০০ জন এ এবং ৩৭ জন এ- পেয়েছে। ২০১৯ সালে জেএসসি’র ফলাফলে সাতক্ষীরা জেলার শীর্ষে সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। কৃতি শিক্ষার্থী ও অভিভাবকরা বলেন, সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস.এম আব্দুল্লাহ আল-মামুন’র ভাল তদারকি ও ঐকান্তিক প্রচেষ্টা এবং শিক্ষকদের কঠোর পরিশ্রমের কারণে এত ভাল ফলাফল। বরাবরের মত সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় জেএসসি পরীক্ষার ফলাফলে জেলার শীর্ষে। সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের জন্য আরো বেশি সাফল্য কামনা করেছেন অভিভাবকরা।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version