Site icon suprovatsatkhira.com

চেক ডিজঅনার না করায় ব্যাংক ম্যানেজার সহ দু’জনের নামে মামলা

পাইকগাছা প্রতিনিধি: চেক ডিজ-অনারে তাল বাহানা করায় চেক গ্রহীতা কর্তৃক ঢাকা মার্কেন্টাইল কো- অপারেটিভ ব্যাংক, পাইকগাছা শাখার ম্যানেজার মর্তুজা মুজিব ও চেক দাতা মনিরাজ ইসলামের নামে আদালতে মামলা দায়ের হয়েছে। মামলায় জামিন হলেও আদালতের নির্দেশে ১টা হতে ৫ টা পর্যন্ত মুখ বন্ধ করে থাকতে হয় ম্যানেজারকে। মামলা সূত্রে জানা যায়, উপজেলার লস্কর গ্রামের মনিরাজ ব্যবসার কথা বলে আজমির সরদারের নিকট থেকে দু’লাখ টাকা ঋণ নিয়ে প্রমাণ স্বরূপ ঢাকা মার্কেন্টাইল ব্যাংক, পাইকগাছা শাখার চেক প্রদান করেন। নির্ধারিত সময়ে টাকা পরিশোধ না করায় আজমির চেকটি ডিজ-অনার করার জন্য ব্যাংকে যান। কিন্তু ব্যাংক ম্যানেজার সুকৌশলে তার গ্রাহক মনিরাজ এর সাথে হাত মিলিয়ে চেকটি ফেরত দেন। আজমির চেক ডিজ-অনার না করার কারণ জানতে চাইলে ম্যানেজার অকথ্য ভাষায় গালি দিয়ে আজমিরকে বের করে দেয়। বারংবার ব্যাংকে ধর্ণা দিয়ে কোন ফল না পেয়ে অবশেষে আজমির পাইকগাছা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ব্যাংক ম্যানেজার মর্তুজা মুজিব ও চেক দাতা মনিরাজের নামে সি আর ৭৮০/১৯ নং মামলা দায়ের করেন। মামলায় গত ৩ ডিসেম্বর আদালতে আত্মসমর্পণ করলে বিজ্ঞ আদালত শুনানি অন্তে জামিন মঞ্জুর করেন। কিন্ত ম্যানেজারের নিযুক্ত আইনজীবী অ্যাড. শিবু প্রসাদ সরকারের চেম্বারে দুপুর ১ টা হতে ৫ টা পর্যন্ত মুখ বন্ধ করে বসে থাকার নির্দেশ দেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version