Site icon suprovatsatkhira.com

খাজরা ইউনাইটেড স্কুলের সুবর্ণ জয়ন্তীতে বন্ধুদের মিলন মেলা

নুরুল ইসলাম, খাজরা প্রতিনিধি : আশাশুনির ঐতিহ্যবাহী খাজরা ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী নতুন পুরানো বন্ধুদের মিলনমেলায় পরিণত হয়েছে। শনিবার (২৮শে ডিসেম্বর) সকালে স্কুল চত্বরে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠানটি। পুরাণ বন্ধুদের কাছে পেয়েই মনের মধ্যে সুমন কবীরের গান ভেসে ওঠে ‘বন্ধু কি খবর বল ? কতদিন দেখা হয়নি!’ কত আবেগ, কত পুরাণ স্মৃতি রোমন্থন করে সারাদিন কেটে গেছে। দিনের শুরুতেই জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। এরপর বর্ণাঢ্য র‌্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় অতিথি ও পুরাণ বন্ধুদের ফুল দিয়ে বরণ করে নেন স্কুলের শিক্ষার্থীরা। অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা স্মারক প্রদান ও পুরস্কার বিতরণ করা হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি প্রদীপ কুমার চক্রবর্তীর সভাপতিত্বে সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন চেয়ারম্যান এস,এম শাহনেওয়াজ ডালিম। প্রধান শিক্ষক জি এম সাইদার রহমানের পৃষ্ঠপোষকতায় ও প্রাক্তন ছাত্র আল আলামিনের উপস্থাপনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অসীম চক্রবর্তী, প্রাক্তন প্রধান শিক্ষক আবুল কাশেম, সাব-ইন্সপেক্টর হাসানুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী, দীনেশ চন্দ্র মন্ডল, প্রোফেসর হিরণ¥য় মন্ডল, সোলাইমান সানা, অব: সেনা সদস্য হাবিবুর রহমান, ইউপি সদস্য জালাল মোড়ল, বিপ্লব কান্তি দাশসহ সহ¯্রাধিক প্রাক্তন ছাত্র-ছাত্রীবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয় খাজরার আয়োজনে সমগ্র অনুষ্ঠান পরিচালনায় সহযোগিতা করেন ইউনাইটেড সেকেন্ডারি স্কুল অ্যালামনাই এসোসিয়েশন। সার্বিক তত্ত¡াবধানে ছিলেন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি। সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন ঢাকা ও খুলনার শিল্পীবৃন্দ।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version