খাজরা(আশাশুনি)প্রতিনিধি: আশাশুনির খাজরায় অসচ্ছল, অসহায়, গরবীদের বিনামূল্যে আইনি সহায়তা দেওয়ার লক্ষে ইউনিয়ন লিগ্যাল এইডের নির্বাচিত কমিটির দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ই ডিসেম্বর) সকাল দশটায় খাজরা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে উইমেন জব ক্রিয়েশন সেন্টারে উদ্যোগে জেলা লিগ্যাল এইড কমিটি, সাতক্ষীরা, জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় এ সভার আয়োজন করা হয়। খাজরা ইউপি সচিব বিশ্বজিৎ ঘোষের সঞ্চলনায় আরও উপস্থিত ছিলেন আশাশুনি উপজেলা প্রোগ্রাম অফিসার জামাল উদ্দীন, ইউনিয়ন লিগ্যাল এইডের কমিটিবৃন্দ, গ্রাম পুলিশগণ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। সভায় ইউনিয়ন লিগ্যাল এইডের সেবা জনগণের দুয়ারে পৌঁছানোর লক্ষে স্কুল ক্যাম্পেইন, উঠান বৈঠকসহ বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করা হয়।
6,238,742 total views, 1,953 views today