ডিসেম্বর ৩০, ২০১৯
কালিগঞ্জে প্রতিবন্ধী শিশুদের মানসিক বিকাশে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান
![]() নিজস্ব প্রতিনিধি: প্রতিবন্ধী শিশুদের মানসিক বিকাশের লক্ষে ক্রীড়া সংস্কৃতি ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বে-সরকারি সংস্থা ডিআরআরএ’র বাস্তবায়নে লিলিয়ানা ফন্ড্স’র সহযোগিতায় কলিযোগা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ক্রীড়া সংস্কৃতি ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কালিগঞ্জ উপজেলা সহকারী শিক্ষা অফিসার এবিএম মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন কলিযোগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সায়েদা খাতুন, আলাউদ্দীন ডিগ্রি কলেজের প্রভাষক আমজাদ হোসেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডিআরআরএ’র ম্যানেজার (অর্থ ও প্রশাসন) তরুণ সরদার, প্রোগ্রামার অফিসার দেবাশিস ঘোষ, পিটিএ প্রতাব কুমার পাল। দেবহাটা, কালিগঞ্জ, শ্যামনগরসহ বিভিন্ন উপজেলার প্রতিবন্ধী শিশুরা অংশ নেয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠান শেষে শ্রবণ প্রতিবন্ধী হাফিজা খাতুনকে হেয়ারিং মেশিন কেনা বাবদ ৬ হাজার টাকা সহযোগিতা প্রদান করা হয়। 6,853,394 total views, 1,199 views today |
|
|
|