ডিসেম্বর ৫, ২০১৯
কালিগঞ্জে ডলার প্রতারক চক্রের ২ সদস্য আটক: মাদকসহ টাকা উদ্ধার
নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জে ডলার প্রতারক চক্রের ২ সদস্যকে আটক করে পুলিশে সোপর্দ করেছে জনতা। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বেলা ১১ টার দিকে উপজেলার কাঁকশিয়ালী সেতু সংলগ্ন এলাকায়। এসময় তাদের কাছ থেকে নগদ ৫০ হাজার টাকা, ১ বোতল মদ ও এক’শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন ফরিদপুর জেলার ভাঙা উপজেলার চৌধুরিকান্দা সদরদী গ্রামের তেহার উদ্দীনের ছেলে সরোয়ার হোসেন (৪৫) ও একই গ্রামের আদেল মাতব্বরের ছেলে আপান মাতব্বর (৩৫)। প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকালে ভাড়াশিমলা ইউনিয়নের খামার পাড়া গ্রামের জনৈক সোহরাব হোসেনের বাড়িতে সরোয়ার হোসেন ও আপান মাতব্বর নামে প্রতারক চক্রের দুই সদস্য মশারি বিক্রি করার নাম করে ওই বাড়িতে প্রবেশ করে। এরপর সোহরাব হোসেনের বাড়ির সদস্যদের ২০ হাজার মালেশিয়ান ডলার দেওয়ার নাম করে প্রতারণার ফাঁদে ফেলে ৫০ হাজার টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে যায় চক্রটি। সোহরাব হোসেনের পরিবারের সদস্যরা বিষয়টি বুঝতে পেরে প্রতারক চক্রের ওই দুই সদস্যকে খুঁজতে থাকে। এক পর্যায়ে সকাল ১০ টার দিকে প্রতারক চক্রের ওই দুই সদস্যকে কালিগঞ্জ ব্রিজ সংলগ্ন এলাকা থেকে আটক করে। এরপর তাদের কাছ থেকে ৫০ হাজার টাকা, ১ বোতল মদ ও এক’শ গ্রাম গাঁজাও উদ্ধার করা হয়। খবর পেয়ে থানার উপ-পরিদর্শক তরিকুল ইসলাম, সহকারী উপ-পরিদর্শক আজিমুদ্দিন ঘটনাস্থল থেকে মদ, গাঁজাসহ প্রতারক চক্রের সদস্য সরোয়ার ও আপান মাতব্বরকে আটক করে থানায় নিয়ে যায়। থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হুসেন আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। এঘটনায় থানায় একটি মামলা হয়েছে (মামলা নং-০১)। 8,569,927 total views, 8,632 views today |
|
|
|