Site icon suprovatsatkhira.com

কালিগঞ্জে উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে ছাত্রলীগের বিক্ষোভ ও সমাবেশ

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ ছাত্রলীগের নাম বিকৃত করায় সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদী’র বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বেলা ১১ টার দিকে সরকারি কলেজ ছাত্রলীগের উদ্যোগে কলেজ ক্যাম্পাস থেকে মিছিল বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরবর্তীতে সাঈদ মেহেদীর বিরুদ্ধে উপজেলা আওয়ামী লীগ কার্যালয় প্রাঙ্গণে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। কলেজ ছাত্রলীগের সভাপতি ফাহিম আহমেদ’র সভাপতিত্বে ও যুগ্ম-সাধারণ সম্পাদক শিহাব শাহারিয়ার রিপন’র সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এসএম নাসির উদ্দিন, ছাত্রনেতা রাকিব ইয়াছির রাসেল, রবিউল ইসলাম, কুশুলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ওসমান খান, ছাত্রনেতা ওমর ফারুক সোহাগ, পলাশ হোসেন, ফয়সাল আহমেদ, ফিরোজ হোসেন, নাহিদ হাসান, আবুল হোসেন, আমিনুর রহমান, আল- আমিনসহ ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এসময় তারা বলেন, বাংলাদেশ ছাত্রলীগ আমাদের মত কর্মীদের কাছে একটি অনুভুতির নাম। অথচ সাঈদ মেহেদী নিজে একজন আওয়ামী লীগ নেতা হয়ে কীভাবে আমাদের অনুভূতিতে আঘাত করল। বর্তমানে তিনি জামায়াত- শিবিরের আশ্রয়দাতা। গত রবিবার তিনি কালিগঞ্জের কুশুলিয়া ইউনিয়নের বাজার গ্রাম কাশেমপুর নামকস্থানে পানির কল উদ্বোধন অনুষ্ঠানের বক্তব্যে ছাত্রলীগ নিয়ে কটূক্তিমূলক কথা বলেন। ওই সময় অনুষ্ঠানের সভাপতি ছিলেন উপজেলা বিএনপি’র বর্তমান সহ-সভাপতি এবাদুল ইসলাম। এবাদুলের ছেলে নাসির উদ্দিন বর্তমানে লন্ডন প্রবাসী। সেখানে সে তারেক জিয়ার সাথে রাজনীতি করে। নাসির উদ্দিন সব সময় তার ব্যক্তিগত ফেসবুকে তারেক জিয়ার সাথে অন্তরঙ্গ মুহুর্তের ছবি দিয়ে সরকার বিরোধী পোস্ট করে। জাতির পিতাসহ দেশকে নিয়ে অশালীন মন্তব্য করে। বক্তারা আরও বলেন, গত উপজেলা নির্বাচনে সাঈদ মেহেদী নৌকা প্রতীকের প্রার্থীর বিরুদ্ধে নির্বাচন করেন। ওই সময়ে জামায়াত- শিবিরের সাথে লিয়াজো করে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়। এরপর থেকে তিনি একের পর এক আওয়ামী লীগ ও অন্যান্য অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের নামে কটূক্তি ছড়াচ্ছেন। তার উপজেলা পরিষদ এখন জামায়াত- শিবিরের অভয়ারণ্য। সম্প্রতি তিনি কালিগঞ্জের চরযমুনা এলাকার ভূমিহীনদের উচ্ছেদ করে সরকারি জমি দখল করার মত নোংরা খেলায় লিপ্ত হয়েছিল। কিন্তু জেলা প্রশাসক ও উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে সেটি করতে তিনি ব্যর্থ হয়। এমতাবস্থায় সাঈদ মেহেদী’র বিরুদ্ধে দ্রæত সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের জন্য বক্তারা কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version