Site icon suprovatsatkhira.com

কালিগঞ্জের বালাপোতা বাবার ধামের রাস্তা উদ্বোধন করলেন ডা. রুহুল হক এমপি

বাপ্পী সরকার,চাম্পাফুল (কালিগঞ্জ) প্রতিনিধি: কালিগঞ্জের চাম্পাফুলে ১ কোটি ৬২ লাখ টাকা ব্যয়ে উজিরপুর স্লুইসগেট গুলিয়াখালী থেকে বালাপোতা বাবার ধাম পর্যন্ত ২ কিলোমিটার কার্পেটিং রাস্তার কাজের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৩১ডিসেম্বর) সকালে সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য সাবেক স্বাস্থ্য মন্ত্রী অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ রাস্তার কাজের উদ্বোধন করেন। এসময় তিনি বলেন ডিজিটাল বাংলাদেশের রূপ আমাদের ভবিষ্যৎ, সেই রূপ নিয়ে নতুন বাংলাদেশ গড়তে সরকার কাজ করে যাচ্ছে। নদীর তলা দিয়ে সড়ক, উড়ান সড়ক, পাতাল রেল থেকে শুরু করে অনেক কিছুর কাজ শুরু হয়েছে। স্বাস্থ্য সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার পাশাপাশি বড়-বড় হাসপাতাল নির্মাণ করে বিশ্ব মানের সেবার দার উন্মোচন করা হচ্ছে। চাম্পাফুল ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোজাম্মের হক গাইন’র সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি ছিলেন এলজিইডি নির্বাহী প্রকৌশলী বিশ্বজিৎ কুমার কুন্ডু, উপ-সহকারী এলজিইডি কর্মকর্তা মো: শামসুল আলম শামীম, আশাশুনি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শম্ভুজীত মন্ডল, নলতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনিছুজ্জামান খোকন, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ইউপি সদস্য ঠাকুর দাস সরকার, ইউপি সদস্য মো: সাইদুজ্জামান খান সাইলুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version