Site icon suprovatsatkhira.com

কালিগঞ্জের চাম্পাফুলে ১০ দিন ব্যাপী কালী পূজা অনুষ্ঠিত হচ্ছে

চাম্পাফুল (কালিগঞ্জ) প্রতিনিধি: কালিগঞ্জের চাম্পাফুল ইউপি’তে প্রতিবারের ন্যায় এবছরও জেলার সর্ব বৃহৎ শ্রী শ্রী কালী পূজা শুরু হয়েছে। থালনার ঐতিহ্যবাহী ফুটবল ময়দানে থালনা পল্লী উন্নয়ন যুব সংঘ’র উদ্যোগে ও গ্রামবাসীর সার্বিক সহযোগিতায় ১৭ ডিসেম্বর (মঙ্গলবার) থেকে ২৬ ডিসেম্বর (বৃহস্পতিবার) পর্যন্ত ১০ দিন ব্যাপী অত্যন্ত জাঁকজমক পূর্ণ ভাবে কালী মায়ের বিভিন্ন লীলার শৈল্পিক সমন্বয়ে নির্মিত ২০১ প্রতিমার কালী পূজা অনুষ্ঠিত হচ্ছে। ঋতু চক্রের মহা পরিক্রমায় হেমন্তের সমাপ্তি লগ্নে শিশির ভেজা পায়ে হিমেল হাওয়া সঙ্গী করে বঙ্গদ্বারে এগিয়ে আসছে শীত। বাংলার অবারিত ফসলি মাঠ আজ শূন্য রিক্ত। নতুন ফসল ঘরে তুলে আজ কৃষাণীর মন উৎফুল্লিত। চারিদিকে যেন মহা আনন্দের নন্দিত কল্লোল। বৃক্ষরাজির শাখায় শাখায় আম মাতৃ বন্দনার মহা প্রয়াস। ঢাক, ঢোল আর উলুধ্বনিতে মুখরিত আজ সমস্ত প্রকৃতি। ভক্তের মনোরথ পূরিতে ধরাধামে আসছেন মা। মায়ের শুভাগমনে যেন হেমন্তে শিশিরে ভিজে দূরীভূত হলো মনের সমস্ত কালিমা। উন্মোচন হলো আত্ম-শুদ্ধির দ্বার,জেগে উঠেছে এক নতুন প্রাণ। এমন হৃদয়াগ্রাহী পরিস্থিতির মধ্য দিয়ে উদ্যাপিত হচ্ছে ২০১ প্রতিমা কালী পূজা। এছাড়া প্রতিদিন সন্ধ্যায় সন্ধারতিসহ নানা প্রকার সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কালী পূজায় জেলার হাজার হাজার ভক্তগণ প্রতিদিন উপস্থিত হয়ে যেন এক মহা-মিলন মেলায় পরিণত হচ্ছে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version