ডিসেম্বর ২১, ২০১৯
কলারোয়ায় দুই বাংলার নিয়ে বাউল মেলা অনুষ্ঠিত
![]() কলারোয়া অফিস: সাতক্ষীরার কলারোয়ায় ভারত ও বাংলাদেশের দুই বাংলা বাউল মেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে কলারোয়া পাবলিক ইনস্টিটিউটের হলরুমে এ বাউল মেলা অনুষ্ঠিত হয়। পাবলিক ইনস্টিটিউটের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাড. শেখ কামলার রেজার পরিচালনায় বাউল মেলায় উপস্থিত ছিলেন-কলারোয়ার বিশিষ্ট ব্যবসায়ী শেখ শহিদুল ইসলাম, প্রভাষক রফিকুল ইসলাম, কলকাতার বাউল শুভ্রæত সেন, মানস সরকার, কুষ্টিয়ার বাউল অনু ফকির, সাতক্ষীরার কলারোয়া উপজেলা বাউল ফকির সমিতির সভাপতি মাস্টার আজিবর রহমান, সাধারণ সম্পাদক আমির আলী ফকির, ইলিশপুরের ফকির মোতাহার সরকার, পাঁচপোতার আ: খালেক ফকির, বাউল সংগঠক শেখ কান্তা রেজা, বাউল মিজান, আবু তালেব ফকির, সহিলুদ্দিন ফকির, রবিউল ফকির, কলারোয়া পৌর প্রেস ক্লাবের সভাপতি জুলফিকার আলী প্রমুখ। 6,202,285 total views, 1,682 views today |
|
|
|