কলারোয়া অফিস: কলারোয়ায় দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। থানা সূত্র জানায়, পুলিশ পৃথক অভিযান চালিয়ে যশোরের ঝিকরগাছা উপজেলার বকুলিয়া গ্রামের মৃত গোষ্ঠ চন্দ দেবনাথের ছেল শ্রী মৃত্যুঞ্জয় দেবনাথ ও বাগেরহাটের মারিয়া পল্লী গ্রামের বিশ্বে সরদারের ছেলে সুবাস সরদারকে গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে আটক করে। রবিবার আটকদের সাতক্ষীরার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
6,254,817 total views, 3,884 views today