Site icon suprovatsatkhira.com

কমিশনসহ ৬ দফা দাবি দ্রুত বাস্তবায়নের দাবি সংবাদপত্র হকার্স শ্রমিক ইউনিয়নের

প্রেস বিজ্ঞপ্তি : কমিশনসহ ৬ দফা দাবিতে পত্রিকার এজেন্সীসহ বিভিন্ন দপ্তরে আবেদন করেছেন সাতক্ষীরা সদর উপজেলা সংবাদপত্র হকার্স শ্রমিক ইউনিয়ন। উক্ত আবেদনে তারা উল্লেখ করেছেন, সাতক্ষীরা জেলার সংবাদপত্র পরিবেশক প্রতিষ্ঠান ইসলাম ট্রেডার্স হকারদের ন্যায্য কমিশন থেকে বঞ্চিত করছে, অভিযোগ ও প্রতিবাদ করতে গেলে হকারদের বিরুদ্ধে থানায় মিথ্যা অভিযোগ দায়ের করছে। তার কাছে বারংবার অনুরোধ করার পরও তিনি কর্ণপাত করছেন না। এমতাবস্থায় সাতক্ষীরা সদর উপজেলা সংবাদপত্র হকার্স শ্রমিক ইউনিয়ন এক জরুরি সভায় সিদ্ধান্ত নিয়েছে যে, ৬ দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত অনির্দিষ্ট কালের জন্য পত্রিকা বিলি- বণ্টন করা বন্ধ থাকবে। দাবি সমূহ: ১০ টাকার পত্রিকায় ৩০% কমিশন দিতে হবে। যাহা অন্যান্য জেলায় দেওয়া হয়। ৫ টাকার পত্রিকায় ৪০% কমিশন দিতে হবে। যাহা অন্যান্য জেলায় বিদ্যমান আছে। হকার্স ইউনিয়নের সদস্যদের উপর মিথ্যা অভিযোগ দায়ের করা যাবে না এবং দায়েরকৃত অভিযোগ প্রত্যাহার করতে হবে। ইউনিয়নের পরিচয়পত্র ছাড়া কোন হকার্স পত্রিকা বিলি বণ্টন করতে পারবে না। এজেন্সির ব্যক্তিগত ইচ্ছা মতো হকারদের পত্রিকা দেওয়া বন্ধ করতে পারবে না। কোন কারণে হকারদের পত্রিকা বন্ধ করতে হলে ইউনিয়নকে লিখিত ভাবে অবগত করতে হবে। একজন হকারের লাইনে আরেকজন হকার ব্যবসা করিতে হলে হকার ইউনিয়নের লিখিত অনুমতি নিতে হবে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version