ডিসেম্বর ২৮, ২০১৯
এনইউবিটি খুলনায় EEE DAY উদযাপন
![]() প্রেস বিজ্ঞপ্তি : নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি খুলনার Electrical and Electronic Engineering বিভাগের উদ্যোগে তিনদিন ব্যাপী কালার ফেষ্ট, ফ্লাশ মব, পোস্টার প্রেজেন্টেশন, কুইজ কনস্টেট, প্রোজেক্ট শো এবং কালচারাল প্রোগ্রামের মধ্য দিয়ে ঊঊঊ উধু-২০১৯ উদযাপন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য, ড. মো: শাহজাহান। প্রধান অতিথি তার বক্তব্যে বর্তমানে বাংলাদেশের ডেমোগ্রাফিক লভ্যাংশের একটি জরিপ তুলে ধরেন এবং এই তথ্যপ্রযুক্তির যুগে ছাত্র সমাজকে নিজেদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার এবং ইলেক্ট্রনিক প্রযুক্তিকে আরও আধুনিকায়ন করার প্রতি গুরুত্ব আরোপ করেন। এনইউবিটিকে এর ঊঊঊ বিভাগের শিক্ষার্থীরা তাদের নিজেদের তৈরি প্রোজেক্ট প্রদর্শন করেন এবং অতিথিরা প্রোজেক্ট গুলো পর্যবেক্ষণ করে তাদের উদ্ভাবনী চেতনার প্রশংসা করেন। 6,202,454 total views, 1,851 views today |
|
|
|