Site icon suprovatsatkhira.com

উত্তরণের নারী ও প্রতিবন্ধী বান্ধব ওয়াশ মেলা অনুষ্ঠিত

তালা প্রতিনিধি: নারী ও প্রতিবন্ধী বান্ধব ওয়াশ অধিকার, সুপেয় পানি, স্যানিটেশন ও হাইজিন বিষয়ে সচেতনতা বৃদ্ধিমূলক ওয়াশ মেলা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৯ ডিসেম্বর) উত্তরণ, এইচপি, প্রাক্টিক্যাল অ্যাকশন ও কলারোয়া পৌরসভার আয়োজনে কলারোয়া গার্লস পাইলট হাইস্কুল প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে উক্ত মেলা অনুষ্ঠিত হয়। মেলা উপলক্ষে সকাল ১০ টায় স্কুল প্রাঙ্গণ হতে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। নেদারল্যান্ড সরকারের অর্থায়নে, দাতা সংস্থা সিমাভি এর সহায়তায় ডঅও ডঅঝঐ ঝউএ চৎড়মৎধসসব ইধহমষধফবংয প্রকল্পের আওতায় মেলায় সভাপতিত্ব করেন কলারোয়া গার্লস পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক বদিরুজ্জামান বিপ্লব। প্রধান অতিথি ছিলেন কলারোয়া পৌরসভার মেয়র মনিরুজ্জামান বুলবুল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার হারুন-অর-রশীদ, হাসিনা পারভীন, এইচপি মৃণাল কান্তি সরকার। উপস্থিত ছিলেন তুষার কান্তি দাশ, পৌরসভার সহকারী প্রকৌশলী ও কাউন্সিলারবৃন্দ এবং ওয়াশ প্রকল্পের আওতাধীন বিভিন্ন কমিটির সদস্যবৃন্দ, স্কুলের শিক্ষক-শিক্ষিকা,ছাত্রীবৃন্দ ও ওয়াশ কার্যক্রম বাস্তবায়নকারী বিভিন্ন সংস্থাসমূহ।
মেলায় স্টল প্রদর্শন করে আহছানিয়া মিশন, এসকেএস ফাউন্ডেশন, উত্তরণ ওয়াশ প্রকল্প, অগ্রগতি সংস্থা, উত্তরণ সফল প্রকল্প, এইচপিসহ ওয়াশ কার্যক্রম অংশগ্রহণকারী সংস্থাসমূহ।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version