ডিসেম্বর ২২, ২০১৯
ঈদগাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফল প্রকাশ
![]() দেবহাটা প্রতিনিধি: দেবহাটার ঈদগাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। বোববার বেলা ১১টায় ঈদগাহ সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি ও ইউনিয়ন মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি হারুন-অর-রশীদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সখিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হান্নান, উপজেলা কৃষকলীগের আহŸায়ক ও ম্যানেজিং কমিটির সদস্য নির্মল কুমার মন্ডল,যুগ্ম আহŸায়ক ও দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বজিৎ কুমার মন্ডল।অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, নাংলা ফতেমা রহমান মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সিরাজুল ইসলাম, বিদ্যালয়ের সহকারী শিক্ষক আকতার রেজা বাবুল, সাইফুল্লাহ আল তারিক। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সোহাগ হোসেন, ইউপি সদস্য আরতী রানী ঘোষ, ম্যানেজিং কমিটির সদস্য কেএম রেজাউল করিম, আকবর আলী, সাবেক শিক্ষক নুর মোহাম্মদ, পিটিএ কমিটির সভাপতি আমিরুল ইসলাম, নুর ইসলাম, আফসানা মমতাজ, শাহিনা আক্তার প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবরান আলী। 6,254,596 total views, 3,663 views today |
|
|
|